টেলিভিশনে আসছে আশাপূর্ণা দেবীর ‘শশীবাবুর সংসার’

0
297

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

আশাপূর্ণা দেবীর লেখা ‘শশীবাবুর সংসার’ আসছে আকাশ আট চ্যানেলে। সম্প্রচারিত হবে ৫ জুলাই থেকে সোম থেকে শনি সন্ধে সাড়ে ৬ টায়।

Shashibabur Songsar | newsfront.co
ছবি সৌজন্যেঃ আকাশ আট চ্যানেল
Parthasarathi Dev | newsfront.co
পার্থসারথি দেব

চ্যানেল কর্ত্রী ইশিতা সুরানা জানান- “আমরা আমাদের প্রাইম টাইমে শশীবাবুর সংসার নিয়ে আসছি৷ বরাবরই নামী দামী লেখকদের লেখা জনপ্রিয় সাহিত্য আমরা চাক্ষুষ করাই দর্শককে। এবারও তেমন কিছু ঘটতে চলেছে। আমার বিশ্বাস শশীবাবুর সংসারের রকম সকম দেখে সবার ভাল লাগবে। বইয়ের পাতায় পড়া গল্প চোখের সামনে দেখতে কার না ভাল লাগে?”

Bangla Serial | newsfront.co
তনিমা চক্রবর্তী, সৌরভ সাহা
Bengali serial | newsfront.co
অরুণ মুখার্জি, তনিমা চক্রবর্তী

আরও পড়ুনঃ অস্কারে নিমন্ত্রিত বিদ্যা বালান, একতা কাপুর, দীপিকা পাড়ুকোনরা

বিভিন্ন চরিত্রে রয়েছেন অরুণ মুখার্জি, পার্থসারথি দেব, নমিতা চক্রবর্তী, কোয়েল ধর, আয়েষা আত্রেয়ী ভট্টাচার্য, সৌরভ সাহা, পারমিতা মুখার্জি সহ আরও অনেকে। ধারাবাহিকটি পরিচালনার দায়িত্বে আছেন শিবাংশু ভট্টাচার্য। সোম থেকে শনি সন্ধে সাড়ে ৬ টায় চোখ রাখুন আকাশ আটের পর্দায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here