দ্বারিবেড়িয়াতে কুনাল – শতাব্দীর সভা,ঊর্ধ্বমুখী রাজনৈতিক উত্তাপ

0
141

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

Satabdi Roy | newsfront.co
শতাব্দী রায়, সাংসদ। নিজস্ব চিত্র

 

২০২১শের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে রাজনৈতিক উত্তাপ ততই জোরালো হচ্ছে। এরই মধ্যে শুভেন্দু অধিকারী নিজের বাড়িতে পদ্ম ফুল ফোটানোর কথাও বলেছেন প্রকাশ্য মঞ্চ থেকে। এর মাঝে বুধবার শুভেন্দু অধিকারীর নিজের জেলা পূর্ব মেদিনীপুরে মহিষাদলের দ্বাড়িবেড়িয়াতে এক বিশাল জনসভার আয়োজন করা হয় তৃণমূলের পক্ষ থেকে।

kunal ghosh | newsfront.co
কুনাল ঘোষ, তৃণমূল মুখপাত্র। নিজস্ব চিত্র

এইদিন সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ, সাংসদ শতাব্দী রায়,জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি,মহিষাদল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মহিষাদল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তিলক চক্রবর্তী, হলদিয়া উন্নয়ন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক সামন্ত সহ জেলা ও ব্লকের অন্যান্য নেতৃত্বরা। গত ২রা জানুয়ারি একই মাঠে সভা করেছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, সাথে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় সহ অন্যান্যরা।

meeting | newsfront.co
সভামঞ্চ। নিজস্ব চিত্র

এদিন শুভেন্দু অধিকারীকে কটাক্ষ ও চ্যালেঞ্জ ছুঁড়েদেন রাজ্য তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে তৃতীয় বারের জন্য আবার বাংলার মুখ্যমন্ত্রী হবেন বলে জানান সাংসদ শতাব্দী রায়। পাশাপাশি শুভেন্দু অধিকারী কে গদ্দার বলে আখ্যা দিলেন মুখপাত্র কুনাল ঘোষ। অন্যদিকে নন্দীগ্রাম আন্দোলন নিয়ে ক্রেডিট নিচ্ছে শুভেন্দু অধিকারী সেই প্রসঙ্গে তোপ দাগলেন তিনি।

আরও পড়ুনঃ রাজগঞ্জে বার্ড ফ্লু আতঙ্ক,বিকোচ্ছে সস্তায় মুরগি

পাশাপাশি কুনাল ঘোষ বলেন, শুভেন্দু অধিকারী সারা জেলাজুড়ে যেখানে দাঁড়াবে সেখানেই তাকে হারানো হবে। অন্যদিকে একই সুর শোনা গেল সাংসদ শতাব্দী রায়ের মুখ থেকে। তিনি বলেন, আগামী দিনে বাংলা কে আরো উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কে মুখ্যমন্ত্রীর আসনে বসাতে হবে। এক কথায় বলা যায় সারা রাজ্যের রাজনৈতিক বিশ্লেষণকারীদের নজর এখন শুধু এ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে এটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here