এফটিআইআই-এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন পরিচালক শেখর কাপুর

0
72

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

আজ, মঙ্গলবার পুনে ভিত্তিক ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এফটিআইআই)-র সভাপতি এবং ইনস্টিটিউটের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন বিশিষ্ট চিত্রপরিচালক শেখর কাপুর।

Shekhar Kapoor | newsfront.co
শেখর কাপুর

এদিন এফটিআইআইয়ের পরিচালক ভূপেন্দ্র কাইন্ঠোলা জানিয়েছেন, ইনস্টিটিউটের সভাপতি এবং চেয়ারম্যান পদে শেখর কাপুরকে নিয়োগ করা হয়েছে, এমনটাই ঘোষণা করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক।

আরও পড়ুনঃ মোদী সরকারের বিরুদ্ধে তোপ, ভারতে কাজ বন্ধের ঘোষণা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের

তিনি আরও জানান, ৭৪ বছর বয়সী এই চিত্র পরিচালকের কার্যকালের মেয়াদ শেষ হবে ৩ মার্চ ২০২৩-এ। ১৯৪৫ সালের ডিসেম্বর মাসে পাকিস্তানের লাহোরে জন্মগ্রহণ করেন এই প্রবীণ পরিচালক।

শেখর কাপুর পরিচালিত ছবি এলিজাবেথ(১৯৯৮), বন্দিত কুইন(১৯৯৪) এবং ‘দ্য ফোর ফেদার্স’(২০০২) দর্শকের মনে দাগ কেটে দিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here