নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
নেই সহায় সম্বল কিছুই।তবুও গনতান্ত্রিক নির্বাচনে যোগ দেবেন তিনি।ছবি থানায় টানায় দেবেন না তো(?) প্রশ্ন করে শুরু করলেন কথা।
পশ্চিম মেদিনীপুরের দাঁতন ব্লকের বালিডাংরির বাসিন্দা শিব প্রামানিক জানালেন, বাড়িতে বউমা স্ত্রীকে নিয়ে থাকেন তিনি।কর্মসুত্রে ছেলে থাকে কলকাতায়।লোকের দোকানে কাজ করে।বয়স এখন ষাট ছুঁইছুঁই।এখনও সকালে পান্তাভাত খেয়ে বেরিয়েছে দু পয়সা রোজগারের আশায়।বয়সের চেয়ে বেশি ওজনের পাল্লা নিয়ে চলেছেন দাঁতনের উদ্দেশ্যে।তিনশোতে কিনে চারশোতে বিক্রি করে চাল কিনে নিয়ে যাবে বাড়ি,তবেই চাপবে হাঁড়ি।
ওজনের চাপে জীর্নকায় শরীর মুচড়ে যাচ্ছে,তবুও দুমুঠো অন্ন তুলে দিতে প্রায় ৪০ ডিগ্রি তাপে প্রায় ১৫ মাইল হেঁটে চলেছে শিববাবু। আশা ছাড়েননি ভোটের উপর।সমর্থনের পরিবর্তন হয়েছে যদিও।সে কথা অকপটে স্বীকার করেন সাংবাদিকের কাছে।
আরও পড়ুনঃ মোদী এক হাইফেনে ভারতকে পাকিস্থানের সাথে বসিয়েছে, সাংবাদিক সম্মেলনে যশবন্ত
প্রতিবারেরই দায়িত্ব নিয়ে নিজের গনতান্ত্রিক অধিকার রক্ষা করেন তিনি।কাল সকালেই ভোট দেবেন শিব বাবু।তবে কিছু পাওয়ায় আশায় নয়,মূল্যবান ভোট যাতে অপব্যবহার না হয় সেই আশায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584