করোনার কবলে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান

0
64

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

দেশজুড়ে ক্রমশ বাড়ছে করোনা সংক্রমিতের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এহেন পরিস্থিতির মধ্যে এবার করোনা আক্রান্ত হলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। গত কয়েক দিন ধরেই অসুস্থ বোধ করছিলেন তিনি। করোনার উপসর্গ দেখা দেওয়ায় সম্প্রতি চিকিৎসকের পরামর্শ নিয়ে করোনা পরীক্ষা করান।

Shibraj Chowhan | newsfront.co
সংবাদ চিত্র

শনিবার সকালে সেই রিপোর্ট সামনে এলে দেখা যায়, কোভিড-১৯ ভাইরাস বাসা বেঁধেছে তাঁর শরীরে। তবে হাসপাতালে ভর্তি হননি তিনি। বরং বাড়িতেই কোয়রান্টিনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর পরিবারও কোয়ারেন্টাইনে রয়েছে বলে সূত্রের খবর। শনিবার ট্যুইট করে শিবরাজ লিখছেন, “প্রিয় দেশবাসী, আমার শরীরেও করোনার লক্ষণ দেখা দিয়েছে। টেস্ট করিয়েছিলাম, তার রিপোর্ট পজিটিভ এসেছে”।

জানা গিয়েছে, বিগত কিছু দিনে রাজ্যের করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে অনেক বারই বাইরে বেরিয়েছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। মিটিংও করেছেন বেশ কিছু মানুষের সঙ্গে। তাই ট্যুইটারে তাঁর আবেদন, “বিগত কয়েকদিনে আমার সঙ্গে যাঁরা দেখা করেছেন, তাঁরা সকলেই দয়া করে করোনার টেস্ট করিয়ে নিন।”

আরও পড়ুনঃ কেন্দ্রের সাথে সংঘাতেই পদত্যাগঃ উর্জিত

টানা লকডাউন করেও দেশে করোনা সংক্রমণ ঠেকানো যায়নি। বরং এ দিন সকাল পর্যন্ত দেশে মোট সংক্রমিতের সংখ্যা ১৩ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। মৃতের সংখ্যা এসে ঠেকেছে ৩১ হাজার ৩৫৮-তে। মধ্যপ্রদেশে এখনও পর্যন্ত ২৬ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। সেখানে প্রাণ হারিয়েছেন ৭৯১ জন।

এদিকে, শনিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ৯১৬ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। এই বৃদ্ধির জেরে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ১৩ লক্ষ ৩৬ হাজার ৮৬১। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৩ লক্ষ ৩৬ হাজার ৮৬১ জন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here