নিজস্ব প্রতিবেদন, নিউজফ্রন্ট:
ঘোষিত হল শ্রীলঙ্কা সফরের ভারতীয় ক্রিকেট দল। অধিনায়কের দায়িত্ব পেলেন শিখর ধাওয়ান , সহ-অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে ভুবনেশ্বর কুমারকে। সঙ্গে দলে নেওয়া হয়েছে এক ঝাঁক নতুন মুখকে। লঙ্কা সফরে ভারত তিনটি ওডিআই ও তিনটি টি-টোয়েন্টি খেলবে। দুই সিরিজের জন্য বেছে নেওয়া হয়েছে ২০ একই সদস্যের দল। এবারে সমস্ত ম্যাচ অনুষ্ঠিত হবে কলম্বোর আর প্রেমদাসা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে।
ওডিআই সিরিজ:
প্রথম ওডিআই- ১৩ জুলাই
দ্বিতীয় ওডিআই-১৬ জুলাই
তৃতীয় ওডিআই- ১৮ জুলাই
টি-টোয়েন্টি সিরিজ:
প্রথম টি-টোয়েন্টি: ২১ জুলাই
দ্বিতীয় টি-টোয়েন্টি: ২৩ জুলাই
তৃতীয় টি-টোয়েন্টি: ২৫ জুলাই
ভারতীয় দলঃ
শিখর ধাওয়ান (ক্যাপ্টেন), পৃথ্বী শ, দেবদুত্ত পাডিক্কাল, ঋতুরাজ গায়কোয়াড, হার্দিক পান্ডিয়া, নিতিশ রানা, ঈশান কিশান (উইকেট কিপার), সঞ্জু স্যামসান (উইকেট কিপার), যুজবেন্দ্র চাহাল, রাহুল চাহার, কে গৌতম, ক্রুনাল পান্ডিয়া, কুলদীপ যাদব,বরুণ চক্রবর্তী, ভুবনেশ্বর কুমার(ভাইস ক্যাপ্টেন), দীপক চাহার, নবদিপ সাইনি, চেতন সাকারিয়া
নেট বোলার: ঈশান পোড়েল, সন্দীপ ওয়ারিয়র,আর্শদিপ সিং,সাই কিশোর,সিমরজিৎ সিং
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584