শিশু সন্তানদের ফিরে পাওয়ার দাবিতে জেলাশাসকের দফতরের সামনে ধর্না মা-এর

0
51

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ

strike | newsfront.co
সন্তানদের ফিরে পাওয়ার দাবিতে ধর্না ৷ নিজস্ব চিত্র

নাবালক পুত্র ও শিশু কন্যা কে ফেরত পাওয়ার দাবিতে জেলা শাসকের দপ্তরের সামনে ধর্নায় বসলেন মা। এদিন বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরের সামনে ধর্নায় বসেন শিল্পী ব্যানার্জী সরকার (২৮) ।

mother on strike | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ শুধু পরিবহণ দফতরেই ৭২৫ কোটির দুর্নীতি করেছেন শুভেন্দু, অভিযোগ ঘাসফুল শিবিরের

জানা গিয়েছে, ২০০৯ সালে বুনিয়াদপুরের কোর্ট মোড়ের বাসিন্দা শিল্পীর সাথে বিয়ে হয় বুনিয়াদপুরের দক্ষিণ পাড়ার বাসিন্দা পেশায় ঠিকাদার সৌম্য সরকারের। বর্তমানে তাদের ৯ বছরের একটি পুত্র এবং ৩ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। অভিযোগ, বছরখানেক আগে শিল্পীর স্বামী তার উপর মানসিক এবং শারীরিক অত্যাচার করে বাড়ি থেকে বের করে দেন। এমনকি সন্তানদের সাথেও দেখা করতে দেননি তার স্ত্রীকে।

poster | newsfront.co
নিজস্ব চিত্র

ধর্নায় অবস্থানরত শিল্পী জানান, প্রায় এক বছর আগে জানুয়ারি মাসে শ্বশুরবাড়ি থেকে মারধোর করে তাকে বের করে দেন স্বামী। সেই সময় থেকে তিনি সন্তানদের দেখা পাননি। ইতিমধ্যে পুলিশকে জানিয়ে মিটমাট হলেও, শ্বশুর বাড়িতে ঢুকতে পারেননি তিনি ।

আরও পড়ুনঃ নাম না করে ডায়মন্ডহারবারের সভা থেকে শুভেন্দুকে আক্রমণ অভিষেকের

উপরন্তু স্বামীর হুমকির ভয়ে তিনি বুনিয়াদপুর থেকে বালুরঘাটে ভাড়া বাড়িতে আশ্রয় নিয়েছেন। তিনি জানান বিষয়টি পুলিশ এবং জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটি (সিডাব্লিউসি ) কে জানানো হলেও কোনো সুরাহা হয় নি। তাই এদিন সন্তানদের কাছে পাওয়ার দাবি নিয়ে জেলাশাসকের দপ্তরে সামনে মা কে পাশে নিয়ে ধর্নায় বসেন তিনি।

ধর্নায় বসার ঘন্টাখানেক পর বালুরঘাট থানার পুলিশ, মহিলা পুলিশ নিয়ে এসে তাকে ধর্নার থেকে তোলার চেষ্টা করে। অবশেষে পুলিশ অফিসার আশ্বাস দিলে তিনি পুলিশের সাথে বালুরঘাট থানায় যান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here