নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্ট:
সংসদীয় স্থায়ী কমিটিতে স্থান শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীর। তবে তৃণমূল সাংসদ হিসেবেই তাঁদের রাখা হল কমিটিতে। গ্রামোন্নয়ন মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটিতে রাখা হল শিশির অধিকারীকে আর দিব্যেন্দুকে রসায়ন-সার মন্ত্রকের কমিটিতে। তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় খাদ্য, গণবণ্টন মন্ত্রকের স্থায়ী কমিটির চেয়ারম্যান পদে থাকছেন। বাংলা থেকে জয়ী ১৮জন বিজেপি সাংসদের কাউকেই কোন কমিটির চেয়ারম্যান পদে রাখা হয়নি।
লোকসভার স্পিকার ও রাজ্যসভার চেয়ারম্যানের আলোচনার মাধ্যমে স্থায়ী কমিটির পুনর্গঠন হয়েছে। তথ্য-প্রযুক্তি মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যানের পদে থাকলেন শশী থারুর। ডেরেক ও’ ব্রায়েন পরিবহণ মন্ত্রকের বদলে গেলেন স্বরাষ্ট্র মন্ত্রকের স্থায়ী কমিটিতে। কমিটিতে এসেছেন তৃণমূলের নতুন দুই রাজ্যসভা সাংসদ জহর সরকার ও সুস্মিতা দেব। রাহুল গাঁধী আগের মতোই প্রতিরক্ষা মন্ত্রকের স্থায়ী কমিটিতে রয়েছেন। মন্ত্রিসভা থেকে বাদ যাওয়া রবিশঙ্কর প্রসাদ, প্রকাশ জাভড়েকরদের সংসদীয় স্থায়ী কমিটিতে নিযুক্ত করা হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে রাখা হয়েছে অর্থ মন্ত্রকের স্থায়ী কমিটিতে।
ওয়াকিবহাল মহলের অনেকের প্রশ্ন পশ্চিমবঙ্গ বিধানসভার পিএসি চেয়ারম্যান পদে মুকুল রায়কে বসিয়েছে তৃণমূল, শিশির-দিব্যেন্দুকে স্থায়ী কমিটিতে তৃণমূল সাংসদ হিসেবে জায়গা দিয়ে কি তৃণমূলকে প্রকারান্তরে ‘সবক’ শেখালো বিজেপি!
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584