শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
উত্তরীয় পরে হাতে পতাকা তুলে নিলেন না বটে, তবে এগরায় অমিত শাহের সভায় উপস্থিত শিশির অধিকারী।
এগরার সভা থেকেই ফের সোনার বাংলা গড়ার ডাক শাহের।
জল্পনা ছিল আজই বিজেপিতে যোগ দিচ্ছেন শিশির অধিকারী। এগরায় অমিত শাহের সভায় শিশির অধিকারী পৌঁছে যান। প্রথাগত ভাবে গলায় উত্তরীয় পরে হাতে পতাকা তুলে নিয়ে বিজেপিতে যোগদান না করলেও নিজের অবস্থান এদিন স্পষ্ট করলেন শিশির বাবু। মঞ্চে তিনি বলেন, ‘‘এটা আমার আত্মসম্মানের লড়াই, চিরকাল লড়াই করেছি, আগামী দিনেও লড়ব। এটা মেদিনীপুরের সম্মানরক্ষার লড়াই।’’
প্রচার সভা থেকে যথারীতি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন অমিত শাহ। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় ‘ভাইপো’কে মুখ্যমন্ত্রী করতে চান।
অমিত শাহের মঞ্চে দাঁড়িয়ে ছেলে শুভেন্দুর জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী দেখালো বাবা শিশির অধিকারীকে। তিনি বলেন, ‘নন্দীগ্রামে শুভেন্দু জিতবেই, পূর্ব মেদিনীপুরে সাফ হয়ে যাবে তৃণমূল।’
আরও পড়ুনঃ কলকাতা পুরসভার প্রশাসক পদ থেকে ইস্তফা ফিরহাদ হাকিমের
এদিনের সভায় অমিত শাহের কিছু প্রতিশ্রুতি:
১)যে সরকার দুর্গাপুজো, সরস্বতী পুজো করতে দেয় না, সেই সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই।
২) পাঁচ বছরে অনুপ্রবেশ বন্ধ করবে তাঁর দল। বিজেপি জিতলে কাটমানি দিতে হবে না। বিজেপি-র সরকার এলেই সপ্তম পে কমিশন চালু হয়ে যাবে। শিক্ষকদের বেতন বাড়ানো হবে।
৩) বিজেপি কর্মীদের যারা খুন করেছে, ক্ষমতায় এলে পাতাল থেকে তাদের খুঁজে বার করে জেলে ভরা হবে। তৃণমূলের গুন্ডারা উচিত শিক্ষা পাবে।
৪) শাহের দাবি, ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে চান মমতা বন্দ্যোপাধ্যায় আর মোদীজি সোনার বাংলা গড়তে চান। বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে ৫ বছরে সোনার বাংলা গড়ে উঠবে।
আগামী ২মে তৃণমূলের পতন অনিবার্য সে কথাও নিশ্চিতভাবে বলেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584