নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
মহারাষ্ট্রে রাজ্য-রাজভবন সংঘাত চলছেই। এবার প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ শিবসেনা। দলীয় মুখপত্র সামনাতে রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারিকে আক্রমণ করে শিবসেনার বক্তব্য রাজভবনের মর্যাদা রাখার জন্য কোশিয়ারিকে যেন মনে করিয়ে দেন মোদী-শাহ। শিবসেনার দাবি, রাজ্য সরকারকে আক্রমণ করার জন্য রাজভবনকে ব্যবহার করা হচ্ছে, এরকম চলতে থাকলে বিজেপিকে মূল্য দিতে হবে।
ধর্মীয় উপাসনা স্থলগুলি খোলা নিয়ে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে একপ্রকার নির্দেশই দেন রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি। সোমবারই মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে অবিলম্বে ধর্মীয় স্থানগুলি ভক্তদের দর্শনের জন্য খুলে দেওয়ার দাবি জানান রাজ্যপাল।
চিঠিতে রাজ্যপাল উদ্ধব ঠাকরেকে কটাক্ষ করে লেখেন, আপনি কি ধর্মনিরপেক্ষ হয়ে গেলেন না কি! উদ্ধব উত্তরে জানান, কোশিয়ারির কাছ থেকে হিন্দুত্বর সার্টিফিকেট নেবেন না তিনি। সামনায় মুখ্যমন্ত্রীর এই উত্তরকে যথাযথ বলে দাবি করে লেখা হয়েছে, “ভগবানও হয়তো এতে খুশিতে মন্দিরের ঘণ্টা নিজেই বাজাচ্ছেন। সেই ঘণ্টাধ্বনির শব্দ মোদী-শাহের কানে গেলে অন্তত কোশিয়ারিকে বলুন রাজভবনের মর্যাদা রক্ষা করতে।“
আরও পড়ুনঃ কলকাতার যুবকের অদম্য লড়াইয়ে অস্ট্রেলিয়াতে চালু বাংলা ভাষায় সরকারি ওয়েবসাইট
উদ্ধব ঠাকরের হিন্দুত্ব নিয়ে প্রশ্ন তোলায় কড়া উত্তর দেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, প্রথমত, তাঁর হিন্দুত্বের সার্টিফিকেট রাজ্যপালের থেকে নিতে হবে না। তাঁর হিন্দুত্ব সেই শিক্ষা দেয়নি যে, কেউ তাঁর রাজ্যকে বা রাজ্যের রাজধানীকে পাক অধিকৃত কাশ্মীর বলবে আর তিনি তাঁকে হাসিমুখে নিজের বাড়িতে স্বাগত জানাবেন। তিনি আরও লিখেছেন, যে , রাজ্যপাল জানতে চান মুখ্যমন্ত্রী ধর্মনিরেপক্ষ কি না! তার মানে রাজ্যপাল বলতে চান, মন্দির খুললেই হিন্দুত্ব আর না খুললে ধর্মনিরপেক্ষ! ধর্মনিরপেক্ষতার উল্লেখ রয়েছে দেশের সংবিধানে। সেই সংবিধানের শপথ নিয়ে যিনি রাজ্যপাল মনোনীত হয়েছেন। তিনি কি তাতে ভরসা রাখেন না?
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584