উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
বুধবার রাতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে। ওইদিন রাতে
তৃণমূল-বিজেপির সংঘর্ষের জেরে উত্তেজনা ছড়ায় ফুলবাগান থানা এলাকার কাঁকুড়গাছিতে। আক্রান্ত হন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা ও উত্তর কলকাতার জেলা বিজেপি সভাপতি শিবাজি সিংহ রায়।
ঘটনার পর বেশ কিছুক্ষণ পেরিয়ে গেলেও এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি।জানা গিয়েছে, কয়েকদিন আগে স্থানীয় বিজেপি নেতা প্রসেনজিৎ সাউয়ের উপর হামলা হয়। বুধবার রাতে তার প্রতিবাদে জনসভা করেন শুভেন্দু অধিকারী।
আরও পড়ুনঃ আহত প্রতিমন্ত্রীকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, ঘোষণা ক্ষতিপূরণের
এরপর ডেপুটি কমিশনারের অফিসে যাওয়ার কথা ছিল তাঁর। অভিযোগ, সেই মিছিল ফুলবাগান মোড় থেকে চারশো মিটার পেরোতেই ইঁট, লোহার রড নিয়ে হামলা চালায় তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতীরা। ইঁট বৃষ্টির মাঝেই শুভেন্দু অধিকারী গাড়ি ঘুরিয়ে ডিসি (ইএসডি)-র অফিসের দিকে চলে যান।
সেখানেও বিক্ষোভ দেখায় তৃণমূল। জখম হন শঙ্কুদেব পণ্ডা ও উত্তর কলকাতার জেলা বিজেপি সভাপতি শিবাজি সিংহ রায়-সহ অনেক বিজেপি কর্মী সমর্থকরা। তৃণমূলের পাল্টা অভিযোগ, বিজেপি হামলা চালিয়েছে। ঘটনার জেরে পরেশ পালের নেতৃত্বে ডিসি অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয়।জানা গিয়েছে, শিবাজি সিংহ রায়ের আঘাত গুরুতর। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভরতি রয়েছেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584