নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
“পশ্চিমবঙ্গে যতদিন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে ততদিন রাজ্যের কল্যাণ হবে না”।পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের মাতকাতপুরে বিজেপির গণতন্ত্র বাঁচাও সমাবেশে এসে আজ এই মন্তব্য করলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। আজ সস্ত্রীক তিনি মঞ্চে উপবিষ্ট হয়ে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে তিনি আরো অভিযোগ করেন, যারা চিটফান্ড কোম্পানির টাকা খেয়ে পালিয়েছে, যাদের টাকা চিটফান্ড কোম্পানি গুলি খেয়েছে,তাদের চিন্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই; পুলিশ কমিশনারকে বাঁচানোর চিন্তায় মুখ্যমন্ত্রী মগ্ন।
সেই সঙ্গে তিনি উল্লেখ করেন,বিজেপি সংকল্প নিয়েছে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি যতদিন না শেষ হচ্ছেে, ততদিন তারা বিশ্রাম নেবে না।পশ্চিমবঙ্গের মাটিতে অন্যায়, দুর্নীতি বেড়ে গিয়েছে, বিজেপি কর্মীদের মারা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেছেন।
আরও পড়ুনঃ তৃনমূলের গোষ্ঠী কোন্দলে পুড়ল সভামঞ্চ
একই মঞ্চ থেকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অভিযোগ করে বলেন যে আসন্ন লোকসভা নির্বাচন কেন্দ্রীয় বাহিনী দিয়ে হবে, রাজ্যের পুলিশ বুথের বাইরে থাকবে। তিনি বলেন ভয় দেখিয়ে নির্বাচন করা যাবে না। এখন রাজ্যে যেখানে ভোট হবে বিজেপি সেখানে জিতবে বলেও তিনি আশা ব্যক্ত করেন। রাজ্যের ১৭টি পৌরসভায় নির্দিষ্ট সময়ে ভোট না হওয়া প্রসঙ্গে তিনি বলেন যে নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তৃণমূল কংগ্রেস তা পিছিয়ে দিয়েছে।
আজকের সভা মঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির সর্বশেষ জাতীয় কমিটির সদস্য জয় বন্দ্যোপাধ্যায়, সায়ন্তন বসু সহ অন্যান্য রাজ্য ও সর্বভারতীয় নেতৃবৃন্দ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584