নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
শিবের মাথায় গ্যালন গ্যালন দুধ পড়ছে, আর পথশিশুরা দিনের পর দিন অভুক্ত অবস্থায় দিন যাপন করছে ৷
সত্যিই কি শুধুমাত্র পরিবারের নির্দিষ্ট মানুষের মঙ্গল কামনা করলেই শিব ঠাকুর তুষ্ট হবে? সময় এসেছে ভাবনা বদলের আর হ্যাঁ অন্যান্য পাঁচটা পরিবারের মতো শুধু নিজেদের পরিবারের সদস্যদের মঙ্গলের কথা ভাবেনি অনিন্দ্য পার্থ রা ৷
তারা চেয়ে ছিল অভুক্ত শিশুদের জন্য একদিন ও যদি দুধের সংস্থান করা যেতো, তাহলে কতই না খুশি হতো ছোট্ট ছোট্ট ফুলের মতো শিশুরা ৷
আর তাই শিবরাত্রির দিনেই মুর্শিদাবাদের সদর শহরের ধোপঘাটিতে গিয়ে বেশ কিছু শিশুর মুখে হাসি ফোটাতে তাদের হাতে প্যাকেট জাত দুধ, বিস্কুট তুলে দেয় তারা।’জীবে প্রেম করে যে জন সেই জন সেবিছে ঈশ্বর’- তাই জীব সেবাকেই শিব সেবার মধ্যে দিয়ে শিবরাত্রির দিনটা অন্য ভাবে উদযাপন করল ওরা।
আরও পড়ুনঃ নন্দীগ্রামে শিবপুজোয় জনসংযোগ সারলেন শুভেন্দু
সদ্য কলেজ পাশ করা একদল তরুণ মুখ নিজেদের পকেট খরচা বাঁচিয়েই মানুষের পাশে দাঁড়ানোর জন্য নিজেরা অঙ্গীকারবদ্ধ হয়। নিজেদের চেষ্টাতে শুরু করে ফুড ব্যাঙ্ক। জন্মদিন হোক কিংবা বিয়ের অনুষ্ঠান, যে কোন অনুষ্ঠানেই ওদের মধ্যে দিয়ে দুঃস্থদের মুখে হাসি ফোটাতে এগিয়ে আসছে জেলার অগণিত মানুষ।
বৃহস্পতিবার চিরাচরিত নিয়মের প্রতিকূলে গিয়ে শিবরাত্রি উপলক্ষ্যে ছোট ছোট বাচ্চাদের হাতে প্যাকেট জাত দুধ, বিস্কুট তুলে দিতে পেরে ভীষণ ভাবে খুশি নব্য ভাবনায় ভাবিত তরুণ দল ৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584