বাংলায় লড়বে শিবসেনা টুইট রাউতের

0
62

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

প্রাক্তন শরিক দল শিবসেনা কি শেষে বিজেপির বঙ্গ বিজয়ের পথে কাঁটা হতে চলেছে! রবিবার মহারাষ্ট্রের শাসকদল শিবসেনা ঘোষণা করেছে বাংলায় নির্বাচনে তারা লড়াই করবে। ভোটের মুখে পশ্চিমবঙ্গে নির্বাচনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছেন শিবসেনার মুখপাত্র তথা সাংসদ সঞ্জয় রাউত।

Uddhav Thackeray | newsfront.co
ফাইল চিত্র

এদিন টুইট করে তিনি জানান, মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত হয়েছে, একুশে বাংলার নির্বাচনে লড়বে এই হিন্দুত্ববাদী দলও। টুইটের শেষে রাউত লিখেছেন, জয় হিন্দ, জয় বাংলা। শিবসেনার এই চালে নড়ে চড়ে বসেছে গেরুয়া শিবির।

বিজেপির দীর্ঘদিনের শরিক ছিল শিবসেনা, ২০১৯ সালে এনডিএ জোট ছেড়ে বেরিয়ে যায় শিবসেনা। মহারাষ্ট্রে নির্বাচনের পর বিজেপি-শিবসেনা একে অপরের শত্রু। দুটোই হিন্দুত্ববাদী দল। বঙ্গ রাজনীতিতে পা রেখেছে আসাদউদ্দিন ওয়েইসির দল মিম, তারা নির্বাচনে অংশ নিলে হিন্দু ভোট নিজেদের দিকে টানতে বেশ সুবিধাই হবে বিজেপির।

আরও পড়ুনঃ আজ নন্দীগ্রামে মমতার সভা, তাকিয়ে সারা বাংলা

কিন্তু শিবসেনা নির্বাচনে প্রার্থী দিলে সমূহ বিপদ,হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভোট ভাগাভাগি হওয়ার প্রবল সম্ভাবনা। তাতে সুবিধা শাসকদল তৃণমূলের। এর আগে ২০১৬ বিধানসভা এবং ২০১৯ লোকসভা নির্বাচনে বাংলায় প্রার্থী দিয়েছিল শিবসেনা। মূলত, হিন্দু ভোট ভাগাভাগির লক্ষ্যেই শিবসেনা এই সিদ্ধান্ত নিয়েছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।

আরও পড়ুনঃ জোটে জট! ভেস্তে গেল বাম- কংগ্রেসের দ্বিতীয় বৈঠক

তবে বাংলায় শিবসেনার সংগঠন অত্যন্ত দূর্বল। রাজ্যে শিবসেনার সাধারণ সম্পাদক অশোক সরকার আগে বিজেপিতেই ছিলেন। দলের অধিকাংশই বিজেপির বিক্ষুব্ধ সদস্য। তবে বর্তমান পরিস্থিতিতে যে শিবসেনা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে বিজেপিকে একথা বলাই যায়।

এর আগে বিহার নির্বাচনে প্রার্থী দিয়েছিল শিবসেনা, একটি আসনও তারা জিততে পারেনি ঠিকই,তবে বিজেপির ভোট কিছুটা কাটতে পেরেছিল তারা। মনে করা হচ্ছে, অন্তত হিন্দু অধ্যুষিত ১০০-১১০টি আসনে প্রার্থী দিতে পারে শিবসেনা। কয়েকটি আসনে ভোট ভাগাভাগির ফলে একটু শতাংশের হেরফের হলে বিজেপি সমস্যায় পড়তেই পারে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here