কার্গিল যুদ্ধের অংশ ছিলেনঃ আখতার

0
102

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

ইদানিং ভারত নিয়ে ভালো ভালো কথা বলতেন, ভারতীয়দের পাকিস্তান পেসার শোয়েব আখতারকে নিয়ে ভালো ধারণা তৈরী হয়েছিল। কিন্তু এবার রাওয়ালপিন্ডি এক্সপ্রেস যা বললেন সেটা শুনলে ভারতীয় রা গর্জন করবেন। তিনি জানান যে কার্গিল যুদ্ধের সময় তিনি ভারতীয় সৈনিকদের প্রাণ নেওয়ার শরিক ছিলেন।

Shoyeb Akhtar | newsfront.co
শোয়েব আখতার। ফাইল চিত্র

পাকিস্তানের এক সংবাদমাধ্যমকে শোয়েব আখতার জানান, “সেই গল্পটা অনেকেই জানেন না। নটিংহ্যামশায়ারের হয়ে খেলার জন্য আমার কাছে ১ লক্ষ ৭৫ হাজার পাউন্ডের বিপুল অঙ্কের প্রস্তাব ছিল। তার পাশাপাশি আরও একটা বড়সড় চুক্তি ছিল। আমি যুদ্ধের জন্য সমস্ত কিছুই ছেড়ে দিয়েছিলাম।”

আরও পড়ুনঃ সৌরভের উদ্যোগে এবার মহিলা আইপিএল

শোয়েব আরও বলেছেন, “লাহোরের কাছে শহরতলিতে দাঁড়িয়ে ছিলাম। সেই সময় একজন জেনারেল এসে বলেন, আমি কি করছি। আমার জবাব ছিল, যুদ্ধ শুরু হতে চলেছে। সবাই একসঙ্গেই মরব। আমি দুবার এমনভাবে কাউন্টি ক্রিকেট ছেড়ে দিয়েছিলাম। ওরা ভীষণ শকড হয়। আমি আমার কাশ্মীরের বন্ধুদের ফোন করে বলি, আমি লড়াই করতে প্রস্তুত।”

আরও পড়ুনঃ এটিকে মোহনবাগানে এলেন জবি

শোয়েবের আরও সংযোজন, “ইন্ডিয়ার বেশ কিছু ফাইটার প্লেন এখানে ৬-৭টা ট্রি বোম ফেলে। সেখানে আহত হয়েছিলাম আমিও। সেদিন যখন ঘোর কাটিয়ে উঠি সেই সময়ও বেশ তন্দ্রাছন্ন ভাব ছিল। আমার স্ত্রী আমাকে শান্ত হতে বলে। পরের দিন খবর দেখে বিষয়টি নিশ্চিত হই। আমি রাওয়ালপিন্ডিতে থাকি।’ যদিও তিনি বলেন দুই দেশের মধ্যে যুদ্ধ কখনো কাম্য নয় তাতে অনেক সাধারণ মানুষের প্রাণ যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here