নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
২০২০ সালে ফেব্রুয়ারি মাসে ঘটে যাওয়া উত্তর পূর্ব দিল্লির দাঙ্গার ৪ অভিযুক্তকে অভিযোগ থেকে মুক্তি দিল দিল্লির আদালত। খাজুরি খাস ও ভজনপুরা এলাকায় অশান্তির অভিযোগে মামলা দায়ের হয় বেশ কয়েকজনের বিরুদ্ধে। এই মামলায় এদিন আরো ৬ অভিযুক্তের সাজা ঘোষণা করে আদালত।
আরও পড়ুনঃ শ্রীলঙ্কার চরম আর্থিক সঙ্কটের জন্য দায়ী একাধিক ভুল অর্থনৈতিক সিদ্ধান্ত বলছে ওয়াকিবহাল মহল
তাদের মধ্যে শোয়েব আলম, গুলফাম, জাভেদ ও আনাস-কে সমস্ত অভিযোগ থেকে বেকসুর খালাস ঘোষণা করলেন দিল্লির কার্কারডুমা ডিসট্রিক্ট আদালতের অ্যাডিশনাল সেশন জাজ বীরেন্দ্র ভাট। অন্যদিকে সরফরাজ সহ বাকি ৬ অভিযুক্তকে বেআইনি জমায়েত, সহিংস কার্যকলাপ ইত্যাদি অভিযোগের ভিত্তিতে সাজা শোনান তিনি। আদালত জানায় এই ৪ জনের বিরুদ্ধে সেই সময়ের হিংসাত্মক কার্যকলাপে যুক্ত থাকার কোন প্রমাণ পাওয়া যায়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584