শোয়েব আলম, জাভেদ, আনাস ও গুলফাম কে দিল্লি দাঙ্গার অভিযোগ থেকে মুক্তি দিল আদালত

0
71

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

২০২০ সালে ফেব্রুয়ারি মাসে ঘটে যাওয়া উত্তর পূর্ব দিল্লির দাঙ্গার ৪ অভিযুক্তকে অভিযোগ থেকে মুক্তি দিল দিল্লির আদালত। খাজুরি খাস ও ভজনপুরা এলাকায় অশান্তির অভিযোগে মামলা দায়ের হয় বেশ কয়েকজনের বিরুদ্ধে। এই মামলায় এদিন আরো ৬ অভিযুক্তের সাজা ঘোষণা করে আদালত।

four accused acquitted from delhi riot case
প্রতীকী ছবি

আরও পড়ুনঃ শ্রীলঙ্কার চরম আর্থিক সঙ্কটের জন্য দায়ী একাধিক ভুল অর্থনৈতিক সিদ্ধান্ত বলছে ওয়াকিবহাল মহল

তাদের মধ্যে শোয়েব আলম, গুলফাম, জাভেদ ও আনাস-কে সমস্ত অভিযোগ থেকে বেকসুর খালাস ঘোষণা করলেন দিল্লির কার্কারডুমা ডিসট্রিক্ট আদালতের অ্যাডিশনাল সেশন জাজ বীরেন্দ্র ভাট। অন্যদিকে সরফরাজ সহ বাকি ৬ অভিযুক্তকে বেআইনি জমায়েত, সহিংস কার্যকলাপ ইত্যাদি অভিযোগের ভিত্তিতে সাজা শোনান তিনি। আদালত জানায় এই ৪ জনের বিরুদ্ধে সেই সময়ের হিংসাত্মক কার্যকলাপে যুক্ত থাকার কোন প্রমাণ পাওয়া যায়নি।

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here