উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
ফের বৃহস্পতিবার ভোরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির নিকটে পুলিশ কিয়স্কে গুলির শব্দ। পরে জানা যায়,সেখানে মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা কলকাতা পুলিশের এক কর্মী গুলিবিদ্ধ হন। সঙ্গে সঙ্গেই তাঁকে রক্তাক্ত অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভরতি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, জখম এই পুলিশ কর্মীর নাম দীনেশ কর্মকার। বয়স বিয়াল্লিশ। বাড়ি হাওড়ায়। জানা গেছে, আগের রাতে নাইট ডিউটিতে এসেছিলেন তিনি। বৃহস্পতিবার সকাল ছটায় ডিউটি পরিবর্তনের সময়ে রিভলবারের ম্যাগজিন চেঞ্জ করার সময়ে অসাবধানতা বশত গুলি বেরিয়ে গিয়ে দীনেশ কর্মকারের পায়ে গুলি লাগে।
আরও পড়ুনঃ ফারাক্কায় দু’দিনের সফরে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী
হাসপাতাল সূত্রে জানা গেছে, সকালেই অপারেশন করে গুলি বার করা হয়েছে। আপাতত তিনি ভাল আছেন। এর আগেও এইভাবে অসাবধানতা বশত গুলি বেরিয়ে গিয়ে সেবারও এক পুলিশ কর্মী জখম হয়েছিলেন। মুখ্যমন্ত্রীর বাড়ির এলাকা অত্যন্ত হাই সিকিউরিটি জোন।
আরও পড়ুনঃ দক্ষিণবঙ্গের সব জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন
কি ভাবে এরকম ঘটনা বার বার ঘটছে তা ভাবাচ্ছে পুলিশ প্রশাসনকে। এদিকে ওই পুলিশ কিয়স্কের পাশেই রয়েছে কলকাতা পুলিশের ও একটি বাড়ির দুটি সিসিটিভি ক্যামেরা। দুটি ক্যামেরার ছবি নিয়ে পুরো ঘটনাটি পুনঃনির্মাণ করে তদন্ত শুরু করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584