শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
দিল্লির রোহিণীতে আদালত কক্ষের মধ্যেই গুলি চালনায় গ্যাংস্টারের মৃত্যু। শুক্রবার দুপুরে উত্তর দিল্লির রোহিণী আদালতে ঘটে গেল এই চাঞ্চল্যকর ঘটনা। এই গুলির লড়াইয়ে অন্তত তিন জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে , এছাড়া ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। দিল্লির কুখ্যাত গ্যাংস্টার জিতেন্দ্র গোগীর মৃত্যু হয়েছে এই গুলির লড়াইয়ে।
জিতেন্দ্র গোগীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তারই একটি এদিন আদালতে আনা হয় তাকে। গত এপ্রিল মাসে দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল গ্রেপ্তার করেছিল গোগীকে। বিরোধী গোষ্ঠীর দুষ্কৃতীরা গোগীর ওপর গুলি চালায় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। আইনজীবীদের পোশাকেই আদালত চত্বরে ঢুকেছিল দুষ্কৃতীরা এমনটাই জানিয়েছে পুলিশ।
আরও পড়ুনঃ অসমে পুলিশের গুলিতে মৃতপ্রায় ব্যক্তিকে এলোপাথাড়ি মার সাংবাদিকের, ভিডিও ভাইরালের পরে গ্রেপ্তার
দিল্লির পুলিশ কমিশনার রাকেশ আস্থানা বলেছেন, ‘‘রোহিণী আলাদতে গ্যাংস্টার জিতেন্দ্র গোগীর উপর গুলি চালায় দুই দুষ্কৃতী। পুলিশের পাল্টা গুলিতে দুই আততায়ীর মৃত্যু হয়েছে।“ সংবাদ মাধ্যমের খবর, এদিন আদালত চত্বরে ৩৫-৪০ রাউন্ড গুলি চলে। এদিনের ঘটনায় এক মহিলা আইনজীবীও আহত হয়েছেন বলে জানা গিয়েছে। পুলিশের ধারণা ‘টিল্লু’ দলের দুষ্কৃতীরাই এদিন গোগীর ওপর গুলি চালিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584