নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
অনেক টালবাহানার পর কাল থেকে শুরু হচ্ছে শুটিং। আর্টিস্ট ফোরাম এবং প্রযোজকদের মধ্যে যে চাপানুতোর চলছিল বিমাকে কেন্দ্রে রেখে, সেই চাপানুতোরের আপাতত মীমাংসা করে ১১ জুন থেকেই শুরু হতে চলেছে শুটিং।
প্রতীকী চিত্রআজ মন্ত্রী অরূপ বিশ্বাসের অফিসে আর্টিস্ট ফোরাম, প্রডিউসার গিল্ড, ইম্পা সহ বিভিন্ন সংহঠনের একটি বৈঠক হয়। তারপরেই স্থির হয় আগামিকাল থেকেই শুটিং। তবে, বিমা সংক্রান্ত বিষয়ে এখনও কোনও খবর সেভাবে পাওয়া যায়নি। শুটিং শুরু হতে চলায় স্বাভাবিকভাবেই খুশির হাওয়া টলি পাড়ায়। কিন্তু কথা হল, এই শুটিঙে যাওয়া কিংবা না যাওয়াকে কেন্দ্রে রেখে শিল্পীমহলের মধ্যে তৈরি হয়েছে দুটি দল। একদল শুটিং শুরু হওয়ার পক্ষে, আরেকদল চাইছে না রিস্ক নিতে।
শুটিঙে ফেরার পক্ষে একটি পোস্ট দিয়েছেন পরিচালক অয়ন সেনগুপ্ত। ‘কী করে বলব তোমায়’ ধারাবাহিকটি এই মুহূর্তে পরিচালনা করছেন তিনি। তিনি তাঁর সোশ্যাল মিডিয়ায় লিখেছেন “করোনার উৎপাত্তি কি শুটিং ফ্লোরে? শুটিং ফ্লোরে এলেই করোনা খপ করে ধরবে? বাড়ি থাকলে করোনা হবে না? যারা ভয় পাচ্ছেন তাঁরা বোধকরি এতদিন বাজারহাট করেননি! টাকা হাতে ধরেননি! কোনও লোকজনের সঙ্গে কথাও বলেননি! অফিস, শপিং মল, বিউটি পার্লারে গেলে হতে পারে না করোনা? আপনার ড্রাইভার এবং পরিচারিকার ইনস্যুরেন্স করিয়ে দিয়েছেন তো?…”
আরেকদিকে শুটিঙে এক্ষুণি ফেরাটাকে ঝুঁকি নেওয়া বলে মনে করছেন অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায়।
আরও পড়ুনঃ ভিড় এড়াতে সরকারি অফিসে দুই শিফটে কাজের নির্দেশ মুখ্যমন্ত্রীর
অভিনেত্রী শ্রুতি দাস নিউজফ্রন্ট-কে জানিয়েছেন, “একটা চলমান জনপ্রিয় ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র হয়ে আমার দায়িত্ব নিজের সেফটি সামলে রেখে কাজে ফেরা৷ শান্তি করে কাজ শুরু করতে চাই এবার। আমরা মানুষের মনোরঞ্জনের জন্য ছিলাম, আছি, থাকব। আমরা প্রস্তুত কো-অপারেট করে কাজ শুরু করার জন্য। এবং আমিও আশা রাখি সবার সমান সহযোগিতা পাব। আগামিকাল সকাল ৭ টায় পেয়েছি কলটাইম।”
আগামিকাল থেকে কাজে ফিরতে চান অভিনেতা যুধাজিত বন্দ্যোপাধ্যায়ও। শেষ অবধি ফ্লোরে কারা হাজির হয় তা দেখার অপেক্ষা এবার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584