নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
অবশেষে জটিলতার অবসান ৷ অরূপ বিশ্বাসের মধ্যস্থতায় কাটল শ্যুটিং জট। আগামিকাল থেকেই টেলিপাড়ায় পুরোদমে শুরু হবে নতুন ও পুরনো ধারাবাহিকের লাগাতার শুটিং। শুট ফ্রম হোম নিয়ে তর্ক-বিতর্ক-তর্জা উঠেছিল তুঙ্গে। ফেডারেশনের সঙ্গে এবং প্রযোজক সংগঠন এবং আর্টিস্ট ফোরাম এর মতবিরোধে অসুবিধায় পড়ছিলেন আর্টিস্ট থেকে কলাকুশলী সকলে। তাতে শুটিং শুরু হলেও সমস্যায় পড়তে হয় ইউনিটকে।
গতকাল থেকে স্টার জলসা এবং জি বাংলার একাধিক নতুন ধারাবাহিকের শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ফেডারেশন-এর নির্দেশে টেকনিশিয়ানদের অনুপস্থিতির কারণে শুটিং বন্ধ থাকে।
আরও পড়ুনঃ “আমি নায়িকা হতে আসিনি, অভিনেত্রী হতে এসেছি”, অপমানজনক নিউজ ফিডের জবাব শ্রুতির
সূত্রের খবর, আজ অরূপ বিশ্বাসের অফিসে এক বিশেষ বৈঠকের মাধ্যমে অনেকটাই মিটেছে সমস্যা। আর তাই পুরনো ধারাবাহিকের পাশাপাশি শুরু হবে মন ফাগুন, শ্রী কৃষ্ণ ভক্ত মীরা, সর্বজয়ার মতো একাধিক আসন্ন ধারাবাহিকের শুটিং, যেগুলির প্রোমো ইতিমধ্যেই তারিয়ে উপভোগ করেছে দর্শক। এদিনের এই বিশেষ আলোচনায় শামিল হন স্বরূপ বিশ্বাস, নিসপাল সিং রানে, শৈবাল বন্দ্যোপাধ্যায়, রাজ চক্রবর্তী, সুশান্ত দাস সহ আরও অনেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584