নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ
৫১২ নম্বর জাতীয় সড়কের ধারে পিডব্লুডি’র জায়গা দখলকে ঘিরে প্রতিবেশীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়াল দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের ত্রিমোহিনী এলাকায়। ঘটনায় এক চা বিক্রেতাকে মারধরের অভিযোগ উঠেছে প্রাক্তন বাম নেতা ও তার পরিবারের বিরুদ্ধে।
সমস্ত ঘটনা জানিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত যুবক সুমন মন্ডল। পাল্টা তার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন অভিযুক্ত নিতাই বসাক ও তার পরিবার। হিলি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ত্রিমোহিনী এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়কের ধারে নিতাই বসাকের রায়তি সম্পত্তির সামনে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিলেন অজিত মন্ডল নামে এক ব্যক্তি। তার অবর্তমানে সেখানে চায়ের দোকান দিয়েছিলেন তার ছেলে সুমন মন্ডল। এমন পরিস্থিতিতে ৫১২ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ শুরু হলে এলাকাজুড়ে বেশকিছু দোকান তুলে দেয় জাতীয় সড়ক কর্তৃপক্ষ।
অভিযোগ, রাস্তার কাজ শেষ হতেই ফের সরকারি জমি দখল করে দোকান দেওয়ার কাজ শুরু করেন স্থানীয় বাসিন্দারা।যেখানে টিন ও বাঁশ দিয়ে অস্থায়ী দোকান তৈরীর চেষ্টা করলে সুমন মন্ডলের উপর হামলা করে নিতাই বসাক বলে অভিযোগ। নিতাই বসাকের উপরে একই অভিযোগ তুলেছেন অপর ব্যবসায়ী পল্টন ঘোষ।
আরও পড়ুনঃ বিধাননগরে গরু পাচারকারী গ্রেফতার
তিনি জানিয়েছেন নিতাই বসাককে সকলে সম্মান করলেও তিনি তার মান রাখতে পারেননি। নিজে সরকারি সম্পত্তি দখল করে থাকলেও প্রতিবেশীদের তাতে বাধা দিচ্ছেন তিনি। শুধু তাই নয় মারধরও করছেন।চা বিক্রেতা সুমন মন্ডল জানিয়েছে, সামান্য দোকানের উপর তার সংসার চলে। এমতাবস্থায় দোকান করতে না পারলে পথে বসতে হবে তাকে। সম্পূর্ণ বিষয়টি জানিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
আরও পড়ুনঃ দিনহাটা সীমান্তে আটক ৪ বাংলাদেশী নাগরিক সহ ৫
যদিও নিতাই বসাকের বিরুদ্ধে ওঠা সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করে তার পুত্রবধূ অর্পিতা বসাক জানিয়েছেন, তাদের বাড়ির সামনের জায়গা দখল করেছিল কয়েকজন প্রতিবেশী। তাতে বাধা দেওয়ায় তাদের উপর হামলা করা হয়েছে। বিষয়টি জানিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।হিলি থানার পুলিশ জানিয়েছে লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছেযদিও এদিন সরকারি কাজে ব্যস্ত থাকায় এ ঘটনা প্রসঙ্গে কোন মন্তব্য করতে পারেননি হিলির বিডিও সৌমেন বিশ্বাস।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584