আজহার হুসেইন, কাশ্মীর:
জম্মু-কাশ্মীরের শোপিয়ান এনকাউন্টারে নিহত ৩ জনকে ভুয়ো সংঘর্ষে খুন করার অভিযোগ উঠল যৌথবাহিনীর বিরুদ্ধে। তাদের পরিবারের দাবি নিহত ৩ জনই সাধারণ খেটে খাওয়া শ্রমিক।
ঐ নিহত ৩ ব্যক্তির পরিবারের তরফ থেকে পুলিশে নিখোঁজ রিপোর্ট দায়ের করার পর সোশ্যাল মিডিয়া জুড়ে হৈ চৈ শুরু হয়ে যায়।
পরিবারের তরফ থেকে দাবি করা হয় গত ১৭ই জুলাই থেকেই তাদের পরিবারের সদস্য নিহত ওই তিন ব্যক্তি নিখোঁজ। ১৭ ই জুলাই তাদের সঙ্গে শেষবারের মতো যোগাযোগ হয়েছিল। পরিবারের তরফ থেকে আরও দাবি করা হয় যে তারা শোপিয়ান এলাকায় ভাড়ায় ঘর নিয়ে দিনমজুরি করত।
সোমবার সেনার তরফ থেকে জানান হয় যে ঘটনায় তদন্ত শুরু হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র সংবাদ মাধ্যমকে জানান যে গত ১৮ ই জুলাইয়ের এনকাউন্টার নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে প্রশ্ন চিহ্ন উঠেছে সেটা লক্ষ্য করা হয়েছে। ঐ দিনের এনকাউন্টারে নিহত ৩ জঙ্গিকে সনাক্ত করা সম্ভব না হওয়ায় নিয়ম অনুযায়ী তাদের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তিনি আরও জানান যে সেনা তরফ থেকে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
গত ১৮ ই জুলাই শোপিয়ানের আমসিপোড়া এলাকায় এক সংঘর্ষে ৩ জঙ্গি নিহত হয় বলে দাবি করে যৌথবাহিনী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584