নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
দীর্ঘদিন ধরে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের পানশিলা এলাকা থেকে যশোর যাওয়ার রাস্তা সংকীর্ণ হওয়ার কারণে যানজটের মধ্যে পড়তে হতো এলাকাবাসীকে ৷ এমনকি বহু দুর্ঘটনা ও ঘটেছে ওই এলাকায়, যানজটের কারণে সমস্যায় পড়তে হতো স্কুল ছাত্র -ছাত্রী থেকে শুরু করে রোগীদেরকেও ৷
এই নিয়ে বহুবার গ্রামবাসীরা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছিল ৷ অবশেষে ব্লক প্রশাসনের তৎপরতায় এলাকাবাসীদের আবেদন অনুযায়ী সংকীর্ণ রাস্তা দীর্ঘতম করার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ কিন্তু ওই এলাকায় বাজার হাট দোকান পাট থাকার কারণে বহু সমস্যার মধ্যে পড়তে হয়েছে প্রশাসনের আধিকারিকদের ৷ অবশেষে প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা এলাকাবাসীদের সঙ্গে বৈঠক করে রাস্তা সম্প্রসারণের সিদ্ধান্ত নেয় ৷ সেই মতন প্রশাসনের তরফ থেকে রাস্তার অধীনে থাকা বিভিন্ন দোকানদারকে চিঠি দিয়ে সময় নির্ধারিত করে দেওয়া হয়৷
সেই মতো বহু দোকানদার তাদের দোকান অন্যত্র সরিয়ে নিয়েছে ইতিমধ্যেই, মঙ্গলবার কোলাঘাট ব্লকের বিবেকানন্দ মুক্তি থেকে খড়ি চক পোল পর্যন্ত রাস্তার অধীনে যে সমস্ত দোকানগুলো রয়েছে সেই দোকানগুলি সরানোর ব্যবস্থা করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকেও ৷এই দিন রাস্তার কাজে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মোতায়েন ছিল পুলিশ বাহিনীও ৷ এই দিন কোলাঘাট ব্লক পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রাজ কুমার কুন্ডু বলেন এলাকাবাসীদের আবেদন এবং তাদের যান চলাচলে সুবিধার কথা ভেবেই এই সংকীর্ণ রাস্তা দীর্ঘতম করা হচ্ছে ৷
এই রাস্তার অধীনে যে সমস্ত দোকানগুলো পড়েছে তাদের পঞ্চায়েত সমিতির তরফ থেকে ব্যবস্থা নেওয়া হবে যাতে আগামী দিনে তারা স্বনির্ভর হতে পারে ৷ অন্যদিকে কাঁথি বিজেপির সাংগঠনিক জেলার সদস্য রনজিত ভট্টাচার্য বলেন , “এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি আজ পূরণ হওয়ার পথে ৷
আরও পড়ুনঃ পথের দাবিতে বিক্ষোভ সাতগাছিয়ায়
তবে সংকীর্ণ রাস্তা দীর্ঘতম করার মাঝে এলাকার যে সমস্ত দোকানদারকে উচ্ছেদ করা হচ্ছে তাদেরকে যেন পঞ্চায়েত সমিতির তরফ থেকে কোনো ব্যবস্থা করে দেওয়া হয় সেই ব্যাপারে আমরা কথা বলেছিলাম ব্লক আধিকারিক দের সাথে, এবং ব্লক আধিকারিক এ ব্যাপারে আশ্বাস দিয়েছে, তবে যাই হোক এলাকার এই উন্নয়নে যথেষ্ট খুশি হয়েছে এলাকাবাসীরা।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584