শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
লকডাউন মানলেও রাজ্যে সরকারি ভাবে নাইট কারফিউয়ের ঘোষণা করা হচ্ছে না। তবে দিনের মতো রাতেও বেআইনি জটলা বা জমায়েত দেখলেই ব্যবস্থা নেবে পুলিশ। সোমবার নবান্নে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে কনটেনমেন্ট জোনের ভিত্তিতে বিভিন্ন এলাকা ভেঙে রাজ্যে অর্থনৈতিক কর্মকান্ড শুরু করার নির্দেশও দিলেন তিনি।
এছাড়া এ রাজ্যে কনটেনমেন্ট জোনের সীমানাকে পুনরায় সংশোধন করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আগের মত পুরো এলাকাকে কনটেনমেন্ট জোন হিসাবে ঘোষণা না করে সংক্রমণ অনুযায়ী বুথভিত্তিক কনটেনমেন্ট জোন ঘোষণা হবে। এ রাজ্যের কনটেনমেন্ট জোনকে তিনটি (এ, বি, সি) ভাগে ভাগ করা হয়েছে। জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ জোন হল সংক্রমিত বা অ্যাফেক্টেড এলাকা।
বি জোন হল বাফার জোন। সি হল ক্লিন জোন। ‘এ’ জোনগুলিতে শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্য পরিবহণ ছাড়া সব বন্ধ থাকবে। ‘বি’ এবং ‘সি’ জোনে অর্থনৈতিক কর্মকান্ড ধাপে ধাপে চালু করা হবে। অর্থাৎ, রেড, অরেঞ্জ বা গ্রিন জোন নয়, বুথভিত্তিক কনটেনমেন্ট জোনের ভিত্তিতে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরবে রাজ্য।
আরও পড়ুনঃ রাজ্যে জারি হচ্ছে না নাইট কারফিউ ঘোষণা মুখ্যমন্ত্রীর
এছাড়াও তিনি জানান, ২১ মে থেকে রাজ্যের সব বড় দোকান এমনকি সেলুন, পার্লার খোলারও অনুমতি দিচ্ছে রাজ্য। সবে সেলুন বা পার্লারের ক্ষেত্রে মাস্ক পড়ে, সামাজিক দূরত্ব মেনে এবং ব্যবহৃত যন্ত্রপাতি স্যানিটাইজ করে যাতে ব্যবহার করা হয়, সেদিকে নজর দিতে বলা হয়েছে।
২৭ মে থেকে দু’জন করে যাত্রী অটো চলবে।একই সঙ্গে বাসভাড়া বাড়ার দাবি ঘোষিত হয়েও খারিজ হয়ে যাওয়ার কারণে নারাজ বেসরকারি বাসমালিকদেরও চালাতে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন জেলার মধ্যে সরকারি বাস চালানোর কথাও বলেছেন তিনি। তিনি আরও বলেন, সামাজিক দূরত্ব মেনে হোটেল খুলবে।
বড় হোটেলে যেখানে সামাজিক দূরত্ব মানা হয়, সেখানে খাওয়া এবং থাকার অনুমতি দেওয়া হচ্ছে। তবে ভিড় এড়াতে ছোট হোটেল খোলার অনুমতি এখনই দেওয়া হচ্ছে না। এক দিন অন্তর সরকারি ও বেসরকারি অফিসও খোলা যাবে। তবে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে বলা হয়েছে।
মুখ্যমন্ত্রী এ দিন আরও ঘোষণা করেন, ২৭ মে-র পর থেকে জোড়-বিজোড় নীতি মেনে খুলবে হকার্স মার্কেট। কাল থেকে ২৬ মে-র মধ্যে রাজ্যের সমস্ত হকার্স ইউনিয়নগুলির সঙ্গে কথা বলবে পুলিশ। সেই অনুযায়ী কোনও এলাকার দোকানগুলিকে জোড়-বিজোড় নম্বর দেওয়া হবে। সেই অনুযায়ী তারা একদিন অন্তর দোকান খুলতে পারবেন। এতে সামাজিক দূরত্ব রক্ষা করা যাবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584