ঈদে হাজির স্বল্প দৈর্ঘের সম্প্রীতির ছবি ‘দোয়া’

0
86

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

কান সিং সোধা  ও ‘কে এস এস প্রোডাকশন্স অ্যান্ড এন্টারটেনমেন্ট’-এর নতুন শর্ট ফিল্ম ‘দোয়া’। ছবিটি দেখা যাচ্ছে ‘কে এস এস দ্য অরিজিনালস’ এর ইউটিউব চ্যানেলে।ছবির পরিচালনার দায়িত্ব সামলেছেন শান্তনু ভট্টাচার্য ও তাঁর সহকারী পরিচালক বাবিন।

actress | newsfront.co

actor | newsfront.co

এর আগে মীর এবং শ্রীলেখা মিত্র অভিনীত ছোট ছবি ‘ভালো থাকিস’ পরিচালনা করে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন শান্তনু তাঁর পরিচালিত ‘দোয়া'(Dua) ছোট ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অনুরাধা মুখার্জি, ঐতৃকা এবং অয়ন। ছবিতে এক বিশেষ ভূমিকায় রয়েছেন প্রখ্যাত অভিনেতা,সঞ্চালক, বাচিক শিল্পী ও রেডিও জকি মীর আফসার আলি (মীর)।

dua | newsfront.co
পোস্টার

shooting | newsfront.co

ছবিতে মহামায়া নামে একজন স্বাস্থ্য কর্মীর গল্প বলেছেন শান্তনু।আট বছরের নাফিসার মা ফতেমা যখন অসুস্থ, তখন স্বাস্থ্যকর্মী মহামায়ার সঙ্গে দেখা হয় নাফিসার। নাফিসার সঙ্গে মহামায়ার গভীর স্নেহের সম্পর্ক গড়ে ওঠে কোথাও গিয়ে মাতৃত্বের অনুভূতি এমন করেই মিলেমিশে একাকার হয়ে যায় যে নিজের ছেলে ভুতু আর নাফিসার মধ্যে কোনও পার্থক্য দেখতে পায় না মহামায়া।

mir afsar | newsfront.co

shantanu bhattacharg | newsfront.co

গল্পের শেষে এমন কিছু হয় যে জাতি ধর্ম নির্বিশেষে জয় হয় নির্ভেজাল মাতৃত্বের। সেই গল্পই বলেছে ছোট ছবি ‘দোয়া’।খুশির উৎসব ঈদে, এই ছবির মধ্যে দিয়ে সম্প্রীতির গল্প বুনেছেন পরিচালক শান্তনু।সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন প্রদ্যুৎ ও সুমন।ক্যামেরায় আদিত্য, ছবির  সম্পাদনায় রয়েছেন দুব্যে, মেক আপ ও কস্টিউমের দায়িত্বে ছিলেন শিল্পা।মুখ্য সহযোগী হিসেবে কাজ করেছেন দীপক।

আরও পড়ুনঃ খুশির ঈদে তালওয়ার টকস ফিরে দেখল কলকাতার নাখোদা মসজিদ

প্রোডাকশন ডিজাইন করেছে টিম ‘আমাদের গল্প বলা কাজ’।প্রোডাকশন পরিকল্পনায় রয়েছে‘RGB LAB’।আশা করা যায় প্যান্ডেমিক-এর ভয়াবহতার মাঝেও কিছুটা আশার আলো বয়ে আনবে সম্প্রীতির এই ছোট ছবি ‘দোয়া'(Dua)– এমনই আশা প্রযোজক কান সিং সোধার।প্রসঙ্গত, কান সিং সোধার এই  নতুন উদ্যোগ ‘কে এস এস দ্য অরিজিনালস অ্যান্ড মিউজিক’-এর ব্যানারে রিলিজ করছে একের পর এক ভিন্ন ভাবনার ছোট ছবি এবং মিউজিক ভিডিও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here