ভালোবাসার মরমী গল্প বলবে ‘ফিফটিথ অ্যানিভার্সারি’

0
104

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

কলকাতার এক অভিজাত অঞ্চলে একটি বাড়ির গেটের সামনে পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্স এবং কৌতুহলী মানুষ এবং চ্যানেলের সাংবাদিকদের ভিড়। বাড়িটি সমরেন্দ্র মুখার্জির। বৃদ্ধ সমরেন্দ্র মুখার্জি এবং তার স্ত্রী অনুপমা একা থাকে এই বাড়িতে। তাদের একমাত্র ছেলে শুভব্রত কর্মসূত্রে বেঙ্গালুরুতে পরিবার নিয়ে থাকে।

mother and son | newsfront.co

son and mother | newsfront.co

পুলিশ সমরেন্দ্র -অনুপমা-র ফ্ল্যাটের দরজা ভাঙতে চেষ্টা করছে। বহু চেষ্টার পর পুলিশ দরজা ভেঙে ফ্ল্যাটে ঢোকে। ডাইনিং হলে টেবিলে সাজানো রয়েছে প্রচুর খাবার, টেবিলের মাঝখানে একটা অর্ধেক কেক। পুলিশ একটা ঘরে ঢোকে। সমরেন্দ্র এবং অনুপমা-র প্রাণহীন দেহ ফুলে সাজানো বিছানায় পড়ে রয়েছে। দুজন দুজনের হাত শক্ত করে ধরে রয়েছে।

old couple | newsfront.co

mukherjee family | newsfront.co

old man | newsfront.co

পুলিশ জানায়, সমরেন্দ্র মুখার্জি সুইসাইডাল নোটে তাদের ছেলে শুভব্রতকে মেইল করেছিল। শুভব্রতই বেঙ্গালুরু থেকে পুলিশকে জানিয়েছেন।বাবা-মায়ের শেষকৃত্যের কাজ শেষ করে বাড়িতে আসে শুভব্রত। তারপর কী হয় সেটাই দেখার এই স্বল্প সময়ের ছবিতে।

subhbarata mukherjee | newsfront.co

short film | newsfront.co

ছবির আন্তর্জাতিক টাইটেল ‘টেস্ট অফ লাভ’।বিভিন্ন চরিত্রে রয়েছেন অসিত বসু (সমরেন্দ্র), অলোকানন্দা রায় ব্যানার্জি (অনুপমা), ইশান মজুমদার (পুলিশ অফিসার), কৌশিক চক্রবর্তী (শুভব্রত)।’ক্যামেরা স্টাইলো প্রোডাকশন’-এর ব্যানারে এমিলি দাশগুপ্তর প্রযোজনায় আসছে এই শর্ট ফিল্মটি। পরিচালনায় তমাল দাশগুপ্ত। স্ক্রিপ্টও তাঁরই লেখা।

আরও পড়ুনঃ রাজ্যের মুখ্যমন্ত্রীকে রক্তাক্ত করলেন কঙ্গনা

ডিওপি মৃণ্ময় মণ্ডল।ছবির সম্পাদনায় তাপস চক্রবর্তী।মুখ্য সহযোগী পরিচালক অমিত দে৷ প্রোডাকশন সামলেছেন প্রদীপ সাহা।বৃদ্ধ দম্পতির ভালোবাসা আর অন্তরের টানই এই ছবির মূল উপপাদ্য। এক বিবাহ বার্ষিকীতে তারা কেন আত্মহত্যা করল সেটাইন প্রশ্ন। উত্তর পাওয়া যাবে ছবিটিতে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here