কাদম্বরী দেবীর ছায়ায় তৈরি হলো ‘মনে রেখো’

0
275

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

Kadambari | newsfront.co

২১ শে এপ্রিল। ১৮৮৪ সালে আজকের দিনে মারা যান কাদম্বরী দেবী। তাঁর ছায়ায় তৈরী স্বল্প দৈর্ঘের ছবি ‘মনে রেখো’, মুক্তি পাচ্ছে আজ। ছবিটিতে কাদম্বরীর ভূমিকায় অভিনয় করেছেন – অনন্যা ভট্টাচার্য। সঙ্গীতজগতে তিনি খ্যাঁদা নামে পরিচিত।

Kadambari | newsfront.co

ছবিটির আবহ করেছেন গায়ক তিমির বিশ্বাস। ছবিটি রবি ঠাকুর এবং তাঁর নতুন বৌঠানের সম্পর্কের এক অন্য দিক তুলে ধরবে, যা গোদা চোখের ফিসফিসানির বাইরে এক সূক্ষ্ম অনুভূতি।

Kadambari | newsfront.co

আরও পড়ুনঃ হোমে থেকেই তৈরি হল ‘হোম’

কাদম্বরী যেন একটি সত্তা, যা চিরকালীন নারীর একাকীত্ব অসহায়তার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। হায়দ্রাবাদ ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৯-এর ‘Trans-Verse’ বিভাগে ভারত , ফ্রান্স, পর্তুগাল, ব্রাজিল এবং আয়ারল্যান্ডের আট জন শিল্পীর কাজের মধ্যে ভারত থেকে ছিল এই ছবিটিও। ছবিটির পরিচালক নবাগত মৃগাঙ্কশেখর গঙ্গোপাধ্যায়।

Kadambari | newsfront.co

পরিচালনার পাশাপাশি এই ছবির সংলাপ, চিত্রনাট্য, চিত্রগ্রহণ এবং সম্পাদনাও তিনিই করেছেন। ‘মনে রেখো’- রবীন্দ্রনাথের কবিতার কোলাজ অবলম্বনে তৈরি। কবিতার কোলাজ এবং আবৃত্তি করেছেন সত্যজিৎ বিশ্বাস।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here