নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
‘বদলে যাওয়া সময়ে রিবুট করুন নিজেকে’, কথাটা বলছেন পরিচালক সঞ্জয় বর্ধন। পাল্টে যাওয়া পথের পথিক আজ আমরা। করোনার কবলে পাল্টে যাচ্ছে জীবন। পাল্টে যাচ্ছে জীবনযাপনের ধারা। সময়টা এমন এসেছে যে ঘর থেকে বেরনোও আজ মানা আমাদের। এবং তা সঙ্গত কারণেই। নিজেদের ভালর জন্যই ঘরে আছি আমরা।
বদলে যাওয়া এই সময়ে সবাই পাশে এসে দাঁড়িয়েছি সকলের। একে অপরের দিকে বাড়িয়ে দিচ্ছি সাহায্যের হাত। সবই ঠিক আছে। কিন্তু মনের দিক থেকে আমরা হয়ে পড়ছি বড় ক্লান্ত। কিছুই ভাল লাগে না। মন নেই কিছুতেই। কী হবে আর কী হবে না তা নিয়েই চিন্তিত সকলে। কিন্তু এত ভেবে কী লাভ বলুন তো? তার থেকে বরং আসুন, এই অফুরান সময়ে নিজেদের একটু ঘষে মেজে নিই। চাঙ্গা করে নিই।
মরচে ধড়া শিল্পশৈলিতে একটু শান দিয়ে নিই। সহজ কথায় একটু রিবুট করে নিই নিজেদের। অহেতুক মৃত্যুমিছিলের খবর বসে বসে নিউজ চ্যানেলে না দেখে নিজেদের করি মজবুত। এই বার্তা নিয়েই একটি দশ মিনিটের শর্ট ফিল্ম বানিয়েছেন পরিচালক সঞ্জয় বর্ধন, যা খুব শীঘ্রই আসবে দর্শকের দরবারে।
আরও পড়ুনঃ হোমে থেকেই তৈরি হল ‘হোম’
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন – সুদীপ মুখার্জি, রিচা শর্মা, মৈনাক ব্যানার্জি, সোলাঙ্কি রায়, পায়েল রায়, ইশান মজুমদার, অভিরূপ চৌধুরী, পিয়ালি মুখার্জি, আরাত্রিকা বসাক। এঁরা প্রত্যেকেই নিজেদের ঘরে বসে নিজেদের পার্ট টুকুর শট দিয়েছেন।
ছবির সঙ্গীত পরিচালক অভিষেক সাহা। গান গেয়েছেন অর্ণব দত্ত। সম্পাদনায় সায়ন্তন নাগ। স্ক্রিপ্ট লিখেছেন নচিকেতা রায়চৌধুরী। গ্রাফিক্সে অনুপ হাজরা তৎসহ ‘টেকনো স্পেশালিটি মিডিয়া প্রাইভেট লিমিটেড’। দশ মিনিটের এই স্বল্প দৈর্ঘের ছবিটি একটু হলেও অন্য বার্তা বহন করবে বিশ্ববাসীর এই দুর্দিনে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584