নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
অফুরান অবসর। কাজ কম, বিশ্রাম বেশি। কিন্তু ধৈর্য হারাচ্ছি আমরা। বিশেষ করে তরুণ প্রজন্ম। অধৈর্য হওয়া অন্যায় নয়৷ অনেক কাজের প্ল্যানিং কিন্তু সেগুলো কবে যে কার্যকরী হবে তা কেউ জানি না। কিন্তু ধৈর্যটা আমাদের ধরতেই হবে। এমনটাই মনে করেন সকলের অপা’দি থুড়ি অপরাজিতা আঢ্য।
এই লকডাউনে তিনি বানিয়ে ফেলেছেন নিজের ইউটিউব চ্যানেল- ‘নিরন্তর অপরাজিতা’। আর তারই প্রথম স্বল্প দৈর্ঘের ছবি ‘শামুক’। তাঁর কথায়- “শামুক যখন তার খোলস থেকে বাইরে বেরিয়ে চলে তখন তার কাছে বাইরের পৃথিবীটা যতটা সুন্দর, ততটাই তার কাছে সুন্দর তার খোলসের ভিতরটাও। তাই আমাদেরও ঘরে বন্দি থেকে ঘরটাকে সুন্দর ভাবতে হবে। আবার যেদিন বাইরে বেরোব সেদিন বাইরেটাকেও ভালোবাসব, ঘরটাকে মিস করব না। তার জন্য ধরতে হবে ধৈর্য।” সবটা জানতে হলে দেখতে হবে ‘শামুক’।
এই প্রজন্মের আরও ধৈর্য ধরা উচিত। কিন্তু ঠিক কোন জায়গায় কী ভাবে ধৈর্য ধরা উচিত তা অনেকেই জানি না। সেই জায়গাগুলোই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন অপরাজিতা আঢ্য তাঁর হাতে গড়া প্রথম স্বল্প দৈর্ঘের ছবি ‘শামুক’-এ।
আরও পড়ুনঃ লকডাউন পরবর্তী ব্যবসায়ীদের জীবন চিত্র নিয়ে ‘দ্য গ্রেট শিফট’
মা-মেয়ের গল্প ‘শামুক’। এখানে মায়ের চরিত্রে রয়েছেন অপা স্বয়ং। আর তাঁর মেয়ের চরিত্রে প্রিয়াঙ্কা ভট্টাচার্য। বলতে দ্বিধা নেই, দুজনের মুখের আদলে রয়েছে অদ্ভুত মিল। সে অবশ্য অন্য প্রসঙ্গ। তবে, নিজের বলার বিষয়টিকে খুব গুছিয়ে স্থাপন করেছেন অপরাজিতা আঢ্য। রয়েছে খুশি মনে ঘরে থাকার মন্ত্রের টিপস। শুটিং-ও হয়েছে নিজেদের ঘরে বসেই।
ছবির ভাবনা, পরিকল্পনা এবং চিত্রনাট্যের বিন্যাস সবই অপরাজিতার। পরিচালনা এবং সিনেমাটোফ্রাফি করেছেন অপরাজিতা আঢ্যর স্বামী অতনু হাজরা। সম্পাদনায় ঋক বসু। নিজের এই প্ল্যাটফর্মে আরও বহু কাজ নিয়ে আসার পরিকল্পনা রয়েছে অভিনেত্রীর। সেগুলিও হয়ত বলবে অপা’দির মনের কথাই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584