নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়,পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি- লাইনটা একবার নয় এই অভাবের দেশে প্রমাণিত হয়েছে অনেকবার। আর এবার, আরও একবার। খিদে বোঝে না কোনও করোনা, বোঝে না কোয়ারেন্টিন, বোঝে না আইসোলেশন। সে বোঝে শুধু পেটের জ্বালা। এ জ্বালা যে বড় জ্বালা।
একদিকে অনাহার, অন্যদিকে চলছে খাদ্যের অপচয়, ত্রাণ নিয়ে কারছুপি। ত্রাণ এলেও তা সঠিক জায়গায় পৌঁছচ্ছে না সময়মতো। চলছে এহেন আরও কত অন্যায়। কত অসহায় মানুষের মুখে আজ একটাই বুলি, “একটু ভাত দে না।” এই বুলি কানদুটিকে ব্যস্ত করে তুলেছে সত্যজিতের৷ তাই তিনি বানিয়েছেন ৩ মিনিটের একটি শর্ট ফিল্ম- ‘ভাত দে’।
এই সময়ে দাঁড়িয়ে সবথেকে বড় চ্যালেঞ্জ নিজেকে সুস্থ রাখা। আর তাই ঘর থেকে বেরনো বারণ, খুব দরকার ছাড়া। তবে এই ভয়াল পরিস্থিতির আর্তনাদ কি শোনে পেট? শোনে না৷ সে চায় একটু ভাত শুধু। যেটুকু পাবে সেটুকু দিয়ে পরের দিনটা চালিয়ে নেওয়ার ক্ষমতাও রাখে সে। আর এই বিষয়টি খুব মর্মস্পর্শী করে তুলেছে সত্যজিতের ‘ভাত দে’।
আরও পড়ুনঃ বাড়ি থেকেই করোনা নিয়ে সতর্ক বার্তা দিল টিম ‘কী করে বলবো তোমায়’
ঘরে বসে ছবি বানানোর তাগিদেই শুধু নয়, আনাচে কানাচে লুকিয়ে থাকা কান্নাগুলিকে নানাস্তরের মানু্ষের কাছে তুলে ধরতেই সত্যজিতের এই উদ্যোগ। নীলম ফিল্মস প্রোডাকশনের অফিসিয়াল পেজ-এ মুক্তি পেয়েছে ‘ভাত দে’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584