লকডাউনে পাবজি খেলছেন ভজগোবিন্দ

0
534

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

মানুষের জীবনে আর যা কিছুর অভাব থাক না কেন, আজ সময়ের অভাব নেই। বরং এতটা সময় কী ভাবে কাটাবে তা নিয়েই হিমশিম। কেউ সিনেমা বানাচ্ছে, কেউ শর্ট ফিল্ম, কেউ মিউজিক ভিডিও, কেউ বা হাতের কাজ, কেউ গলা সাধছে নিয়মিত, কেউ বা ডুবে আছে বইতে। ঘর অনেকদিন পর সারাদিন কাছে পেয়েছে তার মালিককে।

Rohan Bhattacharya | newsfront.co

এই লকডাউন পিরিয়ডে টেলি দর্শকের এককালের প্রিয় চরিত্র ভজগোবিন্দ কী করছে জানেন? পাবজি খেলছে। আর শুধু খেলছেই না বাড়ির সবকটা মানুষকে ব্যতিব্যস্ত করে তুলছে। আরে না না, ব্যতিব্যস্ত করে তোলাটা বাস্তবে নয়, শর্ট ফিল্মে। ঘরে বসে ‘হোয়্যার আর ইউ’ নামের একটি শর্ট ফিল্ম বানিয়েছেন ভজগোবিন্দ থুড়ি রোহন ভট্টাচার্য। গল্পটা এরকম- এক যুবক পাবজি খেলছে শ্যাম নামের একটি ছেলের হটস্পট চালিয়ে।

Rohan Bhattacharya | newsfront.co

শ্যাম তার ফোন নিয়ে দূরে সরে যেতেই তার খোঁজ পড়ে। সারা বাড়ি সে শ্যামকে খুঁজে বেড়ায়। পাবজি খেলতে গিয়ে কানেকশনের অভাব হওয়ায় যুবকের প্রাণ যায় যায়। একটি বাচ্চা ছেলের কলার ধরতেও বাদ রাখে না সেই পাবজিখোর যুবক। এরপর শ্যামের দেখা মিললে সে শ্যামকে বলে, “তুই আমায় ছেড়ে কোথাও যাবি না।” শ্যাম বলে, “তুই আমায় এত ভালোবাসিস! আমি তোকে ছেড়ে কোত্থাও যাব না।”

আরও পড়ুনঃ হিং দিয়ে কী রাঁধবে মানালি-অপরাজিতা?

এরপর যুবক যখন বলে, আমি তো তোর মোবাইলের হটস্পট চালিয়ে পাবজি খেলছি। আমি যতক্ষণ খেলব তুই নড়বি না। আমার খেলা হয়ে গেলে তুই যেখানে খুশি যা। আর ব্যস, এরপর পুরো কেসটা বুঝতে পারে শ্যাম। তার কেন এত কদর পরিষ্কার হয়ে যায় তার কাছে।

যুবকটি পাবজি খেলায় চিকেন-ডিনার পেয়ে উচ্ছ্বসিত হলে শ্যাম তাকে এক চড় মেরে মাটিতে ফেলে দেয়।বেশ মজাদার হয়েছে শর্ট ফিল্মটি। পাবজিখোর যুবকের চরিত্রে রোহন অববদ্য। রোহণ এর আগেও করোনা সচেতনতা নিয়ে অসাধারণ একটি শর্ট ফিল্ম বানিয়েছিলেন মোবাইলে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here