করোনা পরিস্থিতি সবথেকে খারাপ মহারাষ্ট্রের, হাতে রয়েছে আর ৩ দিনের টিকার ডোজ

0
63

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

মহারাষ্ট্র সরকারের হাতে আর ৩ দিনের টিকার ডোজ রয়েছে, দেশের মধ্যে মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি সবচেয়ে খারাপ। এই পরিস্থিতিতে টিকাকরণ বন্ধ করে দিতে হলে চরম বিপদে পড়বেন সাধারণ মানুষ।

Corona outbreak | newsfront.co
প্রতীকী চিত্ৰ

সারা দেশের মধ্যে করোনা পরিস্থিতি সবথেকে খারাপ মহারাষ্ট্রের। ক্রমশ বাড়তে থাকা সংক্রমণের কারণে সেখানে জারি হয়েছে নাইট কারফিউ ও সপ্তাহান্তে লকডাউন জারি হয়েছে। তারই মধ্যে মহারাষ্ট্র সরকার জানালো তাদের হাতে অবশিষ্ট রয়েছে আর ৩ দিনের টিকার ডোজ।

স্বাস্থ্য মন্ত্রী রাজেশ তোপে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাংবাদিক বৈঠক করে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের সঙ্গে। তাঁর যা কিছু কথোপকথন হয়েছে এই বিষয় নিয়ে তা তুলে ধরেছেন।

আরও পড়ুনঃ চতুর্থ দফা ভোটের আগে রাজ্য পুলিশের ইনস্পেক্টর পদের চার আধিকারিকের বদলির নির্দেশ

রাজেশ তোপে জানান, “মহারাষ্ট্র সরকারকে হয়তো টিকাকরণ কর্মসূচী মাঝপথে বন্ধ করে দিতে হতে পারে। আপাতত ১৪ লক্ষ টিকার ডোজ আমাদের হাতে আছে যা দিয়ে আগামী ৩ দিন টিকাকরন সম্ভব। আরো ৪০ লক্ষ ডোজ প্রতি সপ্তাহের জন্য প্রয়োজন, যা কেন্দ্রের কাছে চাওয়া হয়েছে।”

আরও পড়ুনঃ করোনা আক্রান্ত ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

তোপে আরো জানান, ২০ থেকে ৪০ বছর বয়সীদের টিকাকরণের অনুরোধ জানানো হয়েছে কেন্দ্রকে। কারণ দেখা গিয়েছে এই বয়সের মধ্যেই করোনা আক্রান্ত হচ্ছেন সবচেয়ে বেশি মানুষ। মহারাষ্ট্রে ইতিমধ্যেই ৮৮ লক্ষ মানুষকে টিকা দেওয়া হয়েছে। দৈনিক ৪ লক্ষ মানুষকে টিকার আওতায় আনা হচ্ছে। মহারাষ্ট্র মোট ১.০৬ কোটি টিকার ডোজ পেয়েছিল কেন্দ্রের থেকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here