মরমী ‘আত্মিক’ নিয়ে হাজির জিতু-নবনীতা

0
1276

নবনীতা দত্তগুপ্ত , বিনোদন ডেস্কঃ

Aatmik film | newsfront.co

বাংলা টেলিভিশনের জনপ্রিয় দুই মুখ জিতু কমল এবং নবনীতা দাস। পরিচয় থেমে নেই এখানেই। এঁরা রিয়েল লাইফ দম্পতি। গত বছর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তাঁরা। দুজনেই বেশ ব্যস্ত বাংলা টেলিভিশনে। তবে, হঠাৎ থমকে গিয়েছে সবকিছু।

Aatmik | newsfront.co

সকলের মতো ওঁদেরও ঘরই একমাত্র ডেস্টিনেশন আজ। আর তাই ঘরে বসেই নিজেদের শিল্পশৈলিকে কাজে লাগিয়ে জিতু আর নবনীতা বানিয়ে ফেললেন শর্ট ফিল্ম ‘আত্মিক’। আর তা মুক্তি পেল তাঁদেরই ইউটিউব চ্যানেল ‘দ্য ভুল ভাল ক্লাব’-এ।

shortfilm | newsfront.co

ভালোবাসা, কুসংস্কার, হ্যালুসিনেশন মিশে আছে এই শর্ট ফিল্মটিতে। খানিকটা ভৌতিকও বলা যেতে পারে।
ঘটনাটা এরকম- এক নবোঢ়া বছর খানেক আগে খুইয়েছে নিজের স্বামীকে। কিন্তু সে সবসময়ই অনুভব করে তার স্বামী তার পাশেই আছে। এবং সে দেখতেও পায়। আর তারপর? সেটা জানার জন্য দেখুন ‘আত্মিক’। ইউটিউবে ‘দ্য ভুল ভাল ক্লাব’ লিখে খুঁজলেই পাওয়া যাবে।

আরও পড়ুনঃ ধৈর্য ধরার বার্তা নিয়ে নিরন্তর অপরাজিতার ছোটছবি ‘শামুক’

Jitu and Nabanita | newsfront.co

‘আত্মিক’-এর পরিকল্পনা নবনীতার। সাউন্ড ডিজাইন এবং পরিচালনা জিতুর। অভিনয়ে নবনীতা এবং জিতু স্বয়ং। বাঘাযতীনে নিজেদের গোছানো ফ্ল্যাটেই সেরে ফেললেন শুটিং।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here