ওটিটি প্ল্যাটফর্মে ১৭ জুলাই আসছে ক্লাউড শর্ট ফিল্ম ‘আকাশ অজানা তবু’

0
140

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

কিছুদিন আগে বিগ বি অমিতাভ বচ্চন একটি শর্ট সোশ্যাল ফিল্মে হাজির হয়েছিলেন লকডাউনে অনেক কিংবদন্তি অভিনেতাকে নিয়ে। একে, একে অন্য তারকারা অমিতাভ বচ্চনের চশমা খুঁজছেন, তবে শিল্পীরা সকলেই তাঁদের নিজের বাড়ি থেকেই শুটিং করেছিলেন। মজার বিষয় হল, মনে হচ্ছিল সবাই একই জায়গায় উপস্থিত।

Akash Ajaja Tabu | newsfront.co

সঙ্গীত পরিচালক অভিষেক বসু পরিচালিত ‘আকাশ অজানা তবু’, ‘লা পেলিকুলা মোশন পিকচার’ নিবেদিত এবং অন্যতম ভারতীয় ডিজিটাল কনটেন্ট স্ট্র্যাটেজিস্ট অয়নজিৎ সেন প্রযোজিত শর্ট ফিল্ম।

বাংলায় এই ক্লাউড শর্ট ফিল্মটি ১৭ জুলাই বঙ্গ অ্যাপে মুক্তি পাবে। ভারতের ওটিটি প্ল্যাটফর্মে প্রকাশিত ক্লাউড শর্ট ফিল্মগুলির মধ্যে এটি একটি।

Abhisekh Basu | newsfront.co
অভিষেক বাসু

ক্লাউড শর্ট ফিল্ম বলতে বোঝায়, যেখানে শুটিং চলছে সেখানে পরিচালকের ভার্চুয়াল উপস্থিতি থাকবে। পুরো ছবিটির শুটিং থেকে সম্পাদনা এবং পোস্ট প্রযোজনার কাজ যেখানে হয় সেখানে পরিচালকের ভার্চুয়াল উপস্থিতি আবশ্যক। ইতিমধ্যে ফিল্মটি তিনটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরষ্কৃত হয়েছে এবং ছয়টি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে মনোনীত হয়েছে।

Actor | newsfront.co

তার মধ্যে রয়েছে ‘ফিল্ম ফেয়ার শর্ট ফিল্ম সিলেকশন’ (পর্তুগাল), ‘বিজয়ওয়াড়া ফিল্ম ফেস্টিভ্যাল’ (ইতালি), ‘নিউ নর্মাল ফিল্ম ফেস্টিভ্যাল’ (ভারত), ‘স্পেশাল ফেস্টিভ্যাল মেনশন, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ডি রিভলি (ইতালি), ‘ভার্জিন স্প্রিং সিনে ফেস্ট’-এ সিলভার অ্যাওয়ার্ড (পশ্চিমবঙ্গ), ‘ফর্মুলা বক্স’ (সিঙ্গাপুর), ‘সেভেন সেকেন্ডস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’, ‘টেগোর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’ (ভারত)-এ ‘ক্রিটিক্স চয়েজ অ্যাওয়ার্ড’, ‘নির্মল পাণ্ডে স্মৃতি ফিল্ম ফেস্টিভ্যাল (ভারত)।

আরও পড়ুনঃ মর্মস্পর্শী ভাবনায় সমৃদ্ধ শর্ট ফিল্ম ‘সোচ’

Shortfilm | newsfront.co

প্রসঙ্গত, ‘দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যাল’-এ সম্মানিত, বিবিসি অ্যাওয়ার্ড বিজয়ী বিশিষ্ট সংগীত পরিচালক এবং জগৎখ্যাত পারকশনিস্ট অভিষেক বসু চলচ্চিত্রটির চিত্রনাট্য ও সংলাপ লেখা ছাড়াও ছবিটি পরিচালনা করেছেন। প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার তেজস গান্ধী সহযোগী পরিচালনার কাজ করেছেন।

আরও পড়ুনঃ মা-ছেলের গল্প বলতে এল ‘দুই পৃথিবী’

ছবিটি বিবাহিত দম্পতি পাখি (সঞ্চারী দত্ত) এবং অর্জুন (ফৈয়জ খান)-এর মধ্যে সম্পর্কের উত্থান-পতনের চারপাশে ঘুরে বেড়ায়। কারণ পাখি সন্দেহ করে যে তার বান্ধবী রাগিনীর সঙ্গে (অমৃতা হালদার) তার স্বামী অর্জুনের সম্পর্ক আছে। পাখির দৃষ্টিভঙ্গী পরিবর্তন হয়, যখন সে রাগিনীর থেকে জানতে পারেন যে অর্জুন ফুসফুসের ক্যান্সারে ভুগছে। কোন দিকে বাঁক নেয় তিনজনের জীবন? জানার জন্য দেখতে হবে ক্লাউড শর্ট ফিল্ম ‘আকাশ অজানা তবু’।

এই ছবিতে সংগীত পরিচালনা করেছেন অভিষেক বসু, অভীক গাঙ্গুলি। কাহিনিকার কবি আলো বসু। সম্পাদনা ও পোস্ট প্রযোজনা করেছেন শুভাশিস মণ্ডল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here