বন্দিদশায় আলোর গল্প বুনছেন অভিজিৎ নস্কর

0
358

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

বন্দিদশায় আলোর গল্প বুনছেন পরিচালক অভিজিৎ নস্কর। আসলে যে সময়টার মধ্যে দিয়ে আমরা চলেছি সেখানে আলো নেই, ঘন অন্ধকার। কেউ ভাবিনি এমন একটা দিনের সাক্ষী হব আমরা। আলোর খোঁজে আজ আমরা সবাই।

actor | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

কবে আবার জরামুক্ত হব, কবে আবার হেসে খেলে একে অপরকে আলিঙ্গনে বাঁধব কেউ জানি না। তবু মানুষ তো আলোর আশা নিয়েই বাঁচে। আর সেই আলোর খোঁজে শামিল পরিচালক অভিজিৎ নস্কর। গৃহবন্দি দশাতেই তিনি বুনছেন আলোর গল্প। ”আলো- A story of Darkness’ হল স্বল্প দৈর্ঘের এই ছবিটির নাম। সংলাপ লিখেছেন অলোক কুমার মণ্ডল।

আরও পড়ুনঃ নববর্ষে অনন্য ইচ্ছার কথা নিউজফ্রন্টকে জানালেন অভিনেত্রী সোনালী

Actor | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

গল্পের কেন্দ্রে আছে দুটি চরিত্র। সুজন ও বিহু। সুজন দেশের শিক্ষিত নাগরিক। অনেক লড়াইয়ের পর সে একটি এন জি ও-তে চাকরি পায়। এক অজপাড়াগাঁয়ে যেতে হয় তাকে জীবিকা নির্বাহের জন্য। সেখানে গিয়ে সে দেখে গ্রামের সকলেই প্রায় অশিক্ষিত। আবালবৃদ্ধবনিতা কারো মধ্যেই শিক্ষার লেশমাত্র নেই।

actress | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

এই যদি একটা জায়গার অবস্থা হয় তা হলে কীভাবে চলবে দেশ? সে গ্রামের লোকদের লেখাপড়া শেখাতে শুরু করে। সুজনের জীবনে এর পর কী কী ঘটে বা গ্রামের শিক্ষাব্যবস্থার উন্নতির জন্য সে কীভাবে পথ চলে সেটাই দেখার। এখানে বিহুর ভূমিকা নিয়ে সেভাবে কিছু খোলসা করেননি পরিচালক। সুজনকে কেন্দ্রে রেখেই এগোবে চিত্রনাট্য। বাকিটা চমক হিসেবেই থাক।

আরও পড়ুনঃ শুভজিতের কণ্ঠে হিট করোনা র‍্যাপ, বাড়িতেই ভিডিও করলেন স্ত্রী প্রিয়ম

Actor | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

লকডাউন মিটলে কলকাতা এবং হুগলিতে শুরু হবে এই শর্ট ফিল্মের শুটিং। সুজনের চরিত্রে রয়েছেন শুভ মণ্ডল, বিহুর চরিত্রে রিম ভট্টাচার্য। ছবিতে গানের ব্যবহার নেই। তবে, ১৪২৭-এর এই তোলপাড় করা সময়ে শুভ আর রিম নামের এক নতুন জুটির খোঁজ পাবে ইন্ডাস্ট্রি। শুভ মণ্ডলের প্রযোজনায় এ.এস এন্টারটেইনমেন্ট -এর ব্যানারে আসছে শর্ট ফিল্ম ‘আলো- A story of Darkness’।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here