মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
দীর্ঘ তিন মাস লকডাউনের কারণে একঘেয়েমি লাগছে? সময় কাটাতে পারছেন না কিছুতেই? তাহলে এবার ঘরে বসেই দেখে নিন কিছু শর্ট ফিল্ম। এই লকডাউন পিরিয়ডে বেশ কিছু শর্ট ফিল্ম ইতিমধ্যেই মুক্তি পেয়েছে, যা ঘরে বসেই শুট করেছেন কলাকুশলীরা।
তবে সম্প্রতি একেবারে অন্যরকমের একটি রোমাঞ্চকর গল্প নিয়ে মুক্তি পেয়েছে উত্তম সরকার পরিচালিত শর্ট ফিল্ম ‘অ্যালোন’। ছবিতে অভিনয় করেছেন নবাগত শুভাশিস ও নীলাক্ষী সাহা। ছবিতে একঝলক দেখা গেছে মণিকাকেও। এই শর্ট ফিল্মটি তৈরির নেপথ্যে রয়েছেন আরও অনেকে।
এখানে ক্যামেরায় ছিলেন কিংশুক, সহকারী ক্যামেরা হিসাবে কাজ করেছিলেন বরুন, লুক ও ড্রেসের দায়িত্বে ছিলেন রাজেশ, আর্টের দায়িত্বে রতন, সাউন্ডে সাজিজুল, প্রোডাকশন ম্যানেজার হিসাবে ছিলেন জয়ন্ত এবং এই শর্ট ফিল্মে সহকারী পরিচালক হিসাবে কাজ করেছিলেন আরিফ মন্ডল। লকডাউনের আগেই শুটিং সেরে ফেলেছিলেন পরিচালক। এই শর্ট ফিল্মটির শুটিং হয়েছে শিলিগুড়িতে।
আরও পড়ুনঃ বাড়িতে বসে ভূতের সিনেমা বানালেন পরিচালক উত্তম সরকার
পরিচালক উত্তম সরকারের কথায় শর্ট ফিল্মটির শুরু থেকে শেষ পুরোটাই রোমাঞ্চে ভরপুর। গল্পের শুরুতেই দেখা যাবে, একটি ছেলে একাই পাহাড়ে ঘুরতে গেছে। পাহাড়ে ওঠার পথে একটু বিশ্রাম নিতে একটা জায়গায় ছেলেটি বসে। এরপর হঠাৎ একটা মেয়ে এসে ওই ছেলেটির পাশে বসে। তারপর মেয়েটি প্রেমের কথা বলে ছেলেটিকে। এরপর কী হবে? সেটা জানতে হলে দেখতে হবে উত্তম সরকার পরিচালিত শর্ট ফিল্ম ‘অ্যালোন’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584