লকডাউনে ছোটদের মনের কথা বলে ‘অনুরোধ’, ঝুলিতে একাধিক পুরস্কার

0
215

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

লকডাউনে একের পর এক শর্ট ফিল্মে সমৃদ্ধ হচ্ছে বাংলার বিনোদনজগত। ব্যস্ততার কারণে সুপ্ত প্রতিভা উন্মোচন করার অবকাশ পাননি যাঁরা তাঁরা লকডাউনের এই অখণ্ড অবসরে নিজেদের অপূর্ণ ইচ্ছা আর সুপ্ত প্রতিভার মেলবন্ধন ঘটিয়ে নিয়ে আসছেন হরেক রকমের ভাবনায় পুষ্ট শর্ট ফিল্ম। এরই মধ্যে আরও একটি ‘অনুরোধ’।

Anurodh | newsfront.co

গল্পকার এবং পরিচালক শুভ মণ্ডল। এর আগেও বেশ কয়েকটি ভিন্ন স্বাদের শর্ট ফিল্ম হাজির করেছেন তিনি।এই ছবিতে অভিনয় করেছে অনুষ্কা গুহ এবং সৌম্যদীপ বেরা। সম্পাদনায় বিশ্বদীপ সেনগুপ্ত। ডি ও পি মোহিনী মণ্ডল। দুটি ছোট্ট শিশু রয়েছে এই গল্পের কেন্দ্রে। এই লকডাউনে শিশুদেরও ঘর থেকে বেরনোর উপায় নেই। তারাও গৃহবন্দি। তাদের মনের অবস্থা আমরা বড়রা কজন বুঝি আর কতটা বুঝি? ওদের মনের কথা বলবে এই ছবি।

Baby | newsfront.co

‘দিল্লি ফোর্থ ফুল ফ্রেম ডিজিটাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এ সেকেন্ড বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে এই ছবি। ‘পুনে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এ সম্মানিত হয়। প্রমিসিং ডিরেক্টর অ্যান্ড ট্যালেন্ট অ্যাওয়ার্ড পান শুভ মণ্ডল।

আরও পড়ুনঃ কমেডির মোড়কে রোম্যান্টিক শর্ট ফিল্ম ‘দিল-বিল’

এছাড়া ‘বেস্ট চাইল্ড আর্টিস্ট’-এর পুরস্কার জেতে ছোট্ট অনুষ্কা গুহ। ভারত পেরিয়ে বাংলাদেশেও ছবিটি দেখানো হয়েছে। ‘ঢাকা ইয়ুথ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২০’-তে নমিনেশন পেয়েছে এই ছবি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here