আসছে বছর আবার হবে

0
279

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

করোনা আবহে এবারের পুজো অনেকটাই অন্যারকম। মাস্ক, স্যানিটাইজার এবং সোশ্যাল ডিসট্যাণন্সিং বজায় রেখে উৎসবের আনন্দ উপভোগ করাই ছিল এবারের পুজোর মূল শর্ত।

Shortfilm | newsfront.co

“ঘরেই আবাহন হোক উমার।”- এমন বার্তা নিয়েই মুক্তি পেল জাস্ট স্টুডিওর শর্ট ফিল্ম ‘আসছে বছর আবার হবে’। বিজয়া দশমীতে ‘জাস্ট স্টুডিও ওরিজিনালস’ থেকে মুক্তি পেল সুচন্দ্রা ভানিয়া প্রযোজিত শর্ট ফিল্ম ‘আসছে বছর আবার হবে’।

Asche Bochor Abar Hobe | newsfront.co

এবার গল্পটা- নিম্ন মধ্যশবিত্ত এক পরিবারের গল্প। দুই ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে সংসার মানিক-মালার। পাড়ার দুর্গাপুজোয় এবারে ‘কুমারী’ হবার সুযোগ পায় মেয়ে রানি। অথচ ষষ্ঠীর আগে থেকেই জ্বর আসে তার। সন্দেহ করা হয় রানি করোনা আক্রান্ত। আইসোলেশনে চলে যেতে হয় গোটা পরিবারকে। পাড়া থেকে পুজোতে রানির কুমারী হওয়া বাতিল করা হয়। মন খারাপ হয় সকলের।

Suchandra Vaaniya | newsfront.co
অভিনেত্রী- প্রযোজক সুচন্দ্রা ভানিয়া

এতদিনের ‘কুমারী’ সাজবার আশা নিমেষে ভেঙে যায় রানির। কিন্তু তার মা তাকে আশ্বস্ত করে। জানায় একেবারে বিফলে যেতে দেবে না তার স্বপ্ন। কীভাবে রানির স্বপ্ন সত্যি হয় সেই গল্পই বলবে স্বল্প দৈর্ঘের এই ছবি।

আরও পড়ুনঃ শুভ মহরতে ‘প্রেস্টিজ’

প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়, মালদা রামকৃষ্ণ মিশনে এবারের কুমারী পুজোর জন্যম এক শিশুকন্যাাকে বেছে নেওয়া হয় মাস পাঁচ-ছয়েক আগেই। সেইমতো প্রশিক্ষণও চলছিল। কিন্তু হঠাৎ করেই করোনা আক্রান্ত হয় শিশুটি।

ফলে চলতি বছর মালদা রামকৃষ্ণ মিশনে স্থগিত থেকেছে কুমারী পুজোর অনুষ্ঠান। খবরের কাগজে এমন একটি প্রতিবেদন থেকেই ভাবনা শুরু ‘আসছে বছর আবার হবে’ শর্ট ফিল্মটির ভাবনা শুরু অভিনেত্রী-প্রযোজক সুচন্দ্রা ভানিয়ার।

ছবির পরিচালনায় প্রতীক দাশ। চিত্রনাট্য্ এবং সংলাপ লিখেছেন চন্দ্রদয় পাল। ছবিটিতে অভিনয় করেছেন আম্রপালি মিত্র, পার্থসারথী শীল, অহনা ঘোষ, হৃদরাজ দাস সহ অন্যাবন্যলরা। ছবিটিতে শিল্পী স্মার্ত মজুমদারের কণ্ঠে শোনা যাবে ছবির জন্য তৈরি করা একটি মৌলিক গানও। জাস্ট স্টুডিওর ইউটিউব পেজ-এ পাড়ি দিলেই দেখতে পাবেন এই ছবি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here