নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
আমাদের সবার জীবনটা আজ সত্যিই বড় বেরঙিন। সাদা কালো। আর এই সময়কে প্রাধান্য দিয়েই অরিজিত অফিসিয়ালের নতুন শর্ট ফিল্ম ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’। ছবিটি ১৯ জুলাই আসবে ‘অরিজিত অফিসিয়ালস’-এ। ভালোবাসা ভরা এই ছবিতে দুটি মাত্র।
সেই দুটিতে অভিনয় করছেন পলি চ্যাটার্জি এবং হৃদান চৌধুরী। গল্প ফেঁদেছেন তণ্ময় দেয়। চিত্রনাট্য লিখেছেন মৌসুমী মুখার্জি। সম্পাদনা এবং প্রোমোশনে অনিকেত রায়চৌধুরী। পরিচালক অরিজিত মুখোপাধ্যায়। গান গেয়েছেন উলফাত আনপ্লাগড- অভিজিৎ ও রুপালী। তিনটি দেশে শুট হয়েছে এই ছবির। ক্যালিফোর্নিয়া, ইন্ডিয়া এবং দুবাইতে। দুবাইতে তৈরি হয়েছে টাইটেল ট্র্যাগক।

‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’ একটি সম্পর্কের গল্প, বিচ্ছেদের গল্প। ইগো আর ভুল বোঝাবুঝির জন্য অনেক কিছু হারিয়ে যায় মানুষের জীবন থেকে। সেটাই এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। অনেক কথা আমরা বলতে চেয়েও বলতে পারি না। এই ছবিতেও তেমনই কিছু ঘটেছে সম্ভবত। ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’ ২০ মিনিটের ছবি।
আরও পড়ুনঃ মানস বসুর শর্ট ফিল্ম ‘1.4GB’ দেখানো হবে টরন্টোতে
ছবির পরিচালক অরিজিত মুখার্জি জানান- “এই কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে অরিজিত অফিসিয়াল একটা চ্যালেঞ্জ নিয়েছে। চলতি বছরের পড়ে থাকা প্রতি মাসে অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বরে একটি করে নতুন প্রজেক্ট নিয়ে হাজির হবে। ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’ সম্পূর্ণভাবে বাড়িতে বসে আইফোনে করা একটি ছবি।”
আরও পড়ুনঃ ওটিটি প্ল্যাটফর্মে ১৭ জুলাই আসছে ক্লাউড শর্ট ফিল্ম ‘আকাশ অজানা তবু’
আজকাল নেপোটিজম নিয়ে প্রায়ই ঝড় উঠছে সোশ্যাল মিডিয়ায়। অরিজিত মুখার্জি মনে করেন, নেপোটিজম সারা বিশ্বে হয়। একে নিজের কাজ দেখিয়ে ওভারকাম করতে হয়। তিনি জানান- “আমি কোনওকালেই এক্সকিউজ দিয়ে সারভাইভ করতে চাইনি নিজের কাজের জায়গায়। ২০১৭ তে অরিজিত অফিসিয়াল নিয়ে পথ চলা শুরু করি। আজ ২০২০। থেমে যাইনি। পিছিয়েও পড়িনি।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584