চিকিৎসকদের সম্মান জানিয়ে শর্টফিল্ম ‘বলুন ডাক্তারবাবু’

0
182

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

এই মহামারীর কবলে পড়ে গোটা দেশ এখন ভীত সন্ত্রস্ত। এই ভয়াবহ পরিস্থিতি থেকে আমাদেরকে বাঁচাতে পারে একমাত্র ডাক্তারবাবুরাই। তাঁরাই নিজেদের জীবনকে বাজি রেখে দিন রাত এক করে রয়েছেন মানুষের পাশে। তাঁদের উদ্দেশ্যে করতালিতে শামিল হয়েছিল আপামর ভারতবাসী। এবার তাঁদের উদ্দেশ্যে সম্মান জানাতে একটি শর্ট ফিল্ম বানিয়েছেন পরিচালক অনির্বেদ চট্টোপাধ্যায়। ছবির নাম ‘বলুন ডাক্তারবাবু’।

Bolun daktarbabu | newsfront.co

অনির্বেদের কথায়, আমার গল্প গড়ে উঠেছে আজ এই ভয়াল পরিস্থিতিতে দাঁড়িয়ে ডাক্তারবাবুদের ভূমিকাকে স্যালুট জানিয়ে। গল্পে একজন বিবাহিত মহিলার স্বামী ডাক্তার। সে তার স্বামীকে বেশ অনেকদিন হল কাছে পায়নি। তাই তার জন্য মনটা বড্ড খারাপ। একমাত্র সন্তানকে নিয়ে একাই এখন সে। ডাক্তার স্বামীর সঙ্গে ফোনেও কথা বলার উপায় নেই।

Sudip Mukherjee | newsfront.co
সুদীপ মুখার্জি

ছবিটি একজন স্ত্রী’র তার স্বামীর প্রতি অফুরান ভালোবাসার রসদে তৈরি। গল্পে একটা চিঠি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বলা ভাল, চিঠিটি নিয়েই এগোবে গল্পটা। ওই চিঠিই বদলে দেবে চিকিৎসকের স্ত্রী’র চিন্তাধারা। সে বুঝতে পারবে, ডাক্তারদের পরিবার বলে কিছুই হয়না। অসুস্থ মানুষকে সুস্থ করে সমাজের মূলস্রোতে ফিরিয়ে দেওয়াই তাঁদের প্রধান কর্তব্য।

আরও পড়ুনঃ লকডাউনে এক রোমাঞ্চকর কাহিনী নিয়ে আসছে ‘দ্য ড্রিম অ্যান্ড দ্য হরর হোল’

Anirbed chatterjee | newsfront.co
অনির্বেদ চট্টোপাধ্যায়

‘বলুন ডাক্তারবাবু’ আসবে খুব শীঘ্রই। ডাক্তারবাবুর চরিত্রে অভিনয় করেছেন সুদীপ মুখোপাধ্যায়, স্ত্রী’র চরিত্রে নবাগতা অন্তরা গোস্বামী। পরিচালনায় অনির্বেদ চট্টোপাধ্যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here