মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
ব্রহ্মসূত্রে বলা হয়েছে ‘বিহিতত্বচ্চাশ্রম কর্মাপি’। অর্থাৎ আশ্রম বিহিত কর্ম সকলেরই করণীয়। ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ ও সন্ন্যাস এই চার প্রকার আশ্রমকে চতুরাশ্রম বলে। এবার চতুরাশ্রমের এই চার অধ্যায়কে নিয়েই আসছে শর্ট ফিল্ম ‘চতুরাশ্রম’। তবে এই চতুরাশ্রমের গল্পটা একটু অন্যরকম।
ছবিতে দেখা যাবে এক দাদু তাঁর নাতি, নাতনিদের চতুরাশ্রমের বর্ণনা দিচ্ছেন। সেই চতুরাশ্রমের বর্ণনা শোনে ঘরে থাকা ক্যালেন্ডারও। এরপর কিভাবে একটি ক্যালেন্ডার চতুরাশ্রমের চারটি অধ্যায়ের সঙ্গে সংযোগস্থাপন করবে? তা জানতে হলে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে দর্শককে।
ক্যালেন্ডারের পাশাপাশি মানুষের আবেগ এবং পারিবারিক মূল্যবোধের চিত্রও স্পষ্ট ধরা পরবে এই শর্ট ফিল্মে। ছবিটি পরিচালনা করেছেন অমৃতাংশু চক্রবর্তী। সম্প্রতি যিনি স্মার্টফোনে তৈরি গোটা একটা সিনেমা। যার নাম ‘চরৈবেতি -এ জার্নি’। ২০১৭ সালেই অমৃতাংশু তৈরি করেন শর্ট ফিল্ম ‘চতুরাশ্রম’।
এখনও পর্যন্ত দেশে বিদেশের বহু ফেস্টিভ্যাল ঘুরেছে এই ছবিটি। অমৃতাংশু চক্রবর্তীর প্রযোজনাতেই মে মাসে ছবিটি মুক্তি পেতে পারে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবিটির অফিসিয়াল পোস্টার। পোস্টারটিতে চারটি হাতের ছবি দেখা যাচ্ছে। যেখানে চারটি হাত চারটি অধ্যায়ের কথা বোঝাচ্ছে।
আরও পড়ুনঃ ‘জেহের’ আসছে ঈদে
এই ছবিতে অভিনয় করেছেন মধুরিমা চক্রবর্তী (হিয়া)। এর আগে ‘ভালোবাসার শহর’ সিনেমাটিতে দেখা গিয়েছিল মধুরিমাকে। এছাড়াও ‘চতুরাশ্রম’-এ অভিনয় করেছেন নাট্য ব্যক্তিত্ব সমীর বিশ্বাস, সৌমিত্র বসু এবং মধুছন্দা ঘোষ। ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিকে সুর করেছেন মেঘ ব্যানার্জি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584