নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
তৈরি হওয়ার তিন বছর পর মুক্তি পেল অমৃতাংশু চক্রবর্তী পরিচালিত স্বল্প দৈর্ঘের ছবি ‘চতুরাশ্রম’। বেদে বর্ণিত চতুরাশ্রমকে আজকের জীবনযাত্রায় রেখে গল্প সাজিয়েছেন অমৃতাংশু। সম্পাদনাও তাঁরই।
দেখা যাচ্ছে এক দাদু তার নাতি-নাতনিকে বেদে বর্ণিত চতুরাশ্রমের গল্প শোনাচ্ছেন। এই চারটি পর্বে মানুষ কী করে, কোথায় থাকে তা দাদুর কাছ থেকে শিখছে তার নাতি-নাতনি। আর সেই গল্প শুনছে ঘরের ক্যালেন্ডারটিও। চতুরাশ্রম শব্দটি, ঘরের ক্যালেন্ডার এবং সেই ক্যালেন্ডারে ১৮ তারিখের উপর চড়ানো গোল দাগ কোথায় গিয়ে কোনও পরিবার এবং তরুণীর উপর প্রভাব ফেলে তা জানতে হলে দেখতে হবে শর্ট ফিল্ম ‘চতুরাশ্রম’।
গল্পে একান্নবর্তী পরিবার আর তার ভেঙে যাওয়ার কারণ-অকারণ রয়েছে জড়িয়ে। পোস্টারে চারটি হাতের ছবি বলে দেয় অনেক কথা। বাকিটা বলে দিলে দেখার আগ্রহে ভাটা পড়বে। তাই দেখে ফেলাই বুদ্ধিমানের কাজ। এই অখণ্ড অবসরে মন ভরাবে ‘চতুরাশ্রম’।
আরও পড়ুনঃ ‘আই ক্যান্ডি’তে অন্ধ প্রেমিক যুগলের ভিডিও কল
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সমীর বিশ্বাস, সৌমিত্র বসু, ক্যালেন্ডারের ভূমিকায় মধুছন্দা ঘোষ এবং সুদেষ্ণা দাস, হিয়া চক্রবর্তী, অভিরূপ বিশ্বাস। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন মেঘ ব্যানার্জি। সিনেমাটোগ্রাফার সৌরভ দে৷ বহু ফেস্টিভ্যাল ঘুরে এল ‘চতুরাশ্রম’। প্রযোজনায় ডঃ অজিত কুমার চক্রবর্তী। ‘চতুরাশ্রম’ দেখতে হলে পাড়ি দিন ‘পকেট ফিল্মস’ ইউটিউব চ্যানেলে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584