নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
‘সম্পর্ক’ কথাটার মধ্যে জড়িয়ে থাকে অনেক কথা। আর তা যদি হয় মা আর সন্তানের মধ্যেকার তা তো অনেক বেশি দামী। মা যদি হয়ে ওঠেন সন্তানের বন্ধু তা হলে বহু সমস্যার সমাধান মেটে এক নিমেষে। আর সেটাই ‘ডিয়ার মম’ শর্ট ফিল্মে দেখাতে চেয়েছেন অভিনেত্রী – পরিচালক কৃ্ষ্ণা মিত্র।
তাঁর কথায়- “আমি আমার থেকে কমবয়সিদের সঙ্গে খুব মেলামেশা করি। তাদের মনের কথা শুনি। ফলে, তাদের বন্ধু হয়ে উঠতে আমার বেশি সময় লাগে না। আজকের প্রজন্মের সঙ্গে মিশে যেটা বুঝেছি সেটা হল, তারা অতিমাত্রায় সোশ্যাল মিডিয়া নির্ভর। সেখানেই তাদের অগণিত বন্ধুবান্ধব। বন্ধুত্ব জমলে মনের কথা নিজেদের মধ্যে খুলে বলতে থাকে, আবার প্রেমও জমে। সবসময়ই এর ফল ভাল হয় তা নয়। অনেক ঘটনাই ঘটে যায় যা সুখকর নয়।
একটু খতিয়ে দেখতে গেলে দেখা যাবে যারা সোশ্যাল মিডিয়ায় বন্ধু পাতিয়ে তাতে মজে থাকে তারা হয়ত নিজের মায়ের সঙ্গে অতটা সহজ নয়। কিংবা মাকে বেজায় ভয় পায়। এমনও হতে পারে মায়ের কথাকে পাত্তা দেয় না। ঠিক যেমন আমার এই ছবিতে মিমি তার মায়ের কথাকে পাত্তা দেয় না। অনেকেই মায়ের সঙ্গে সব কথা শেয়ার করতে পারে না।
আরও পড়ুনঃ রাশিয়ার টেলিভিশনে বাংলা সিনেমা ‘পেইন্টিংস ইন দ্য ডার্ক’
ফলত, মনের কথা খুলে বলার জন্য তারা বাইরের কারোকে বেছে নেয়। মা’দের উচিত তাদের ছেলেমেয়েদের সঙ্গে সহজভাবে মেলামেশা করা। তাতে তাদের বিপদগ্মামী হওয়া থেকেও আটকানো যায়। মা এবং তাদের সন্তানদের প্রতি কিছু মেসেজ দিতেই আমার এই প্রচেষ্টা।”
আরও পড়ুনঃ ওটিটি প্ল্যাটফর্মে ১৭ জুলাই আসছে ক্লাউড শর্ট ফিল্ম ‘আকাশ অজানা তবু’
ছবির গল্প, ভাবনা এবং পরিচালনা কৃষ্ণা মিত্রর। সম্পাদনায় বরুণ রায়। অভিনয়ে কৃষ্ণা মিত্র এবং সঞ্চারী মুখার্জি। গোটা ছবিটা মোবাইলে শুট করা। ‘ফ্লাশ ব্যাক’-এর নিবেদনে আজ ‘স্মাইল বাংলা’র পেজের মাধ্যমে দর্শক দরবারে আসছে ‘ডিয়ার মম’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584