নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
সময় ও কালের প্রেক্ষিতে পুরাণের ধ্যান ধারণা, ঐশ্বরিক ও পারলৌকিক অভিজ্ঞতার বর্ণনা আমরা কমই শুনতে পাই। কিন্তু এই একবিংশ শতাব্দীতেও কিছু ব্যক্তি ঐশ্বরিক মাহাত্ম্যের সম্মুখীন হন এবং আজও কিছু স্থান ঈশ্বরের মহিমাপূর্ণ।
আমাদের পুরাণে মহামায়ার লীলার কথা অনেকেই জানেন। কখনও তিনি গৌরী, কখনও সতী, কখনও বা দশভূজা হয়ে তিনি দুর্গতিনাশিনী। তারই বিভিন্ন রূপমাহাত্ম্য নিয়ে ‘কর্মা প্রোডাকশন্স’-এর ইউটিউব চ্যানেলে খুব সম্প্রতি মুক্তি পেল ছোট ছবি ‘গৌরী’।
গল্পে বিবেক একজন কলকাতা নিবাসী সাংবাদিক। সে প্রায়ই স্বপ্নে কাশবনে এক তন্বীকে দেখে। তার জানতে ইচ্ছে হয় কে সেই মেয়ে? ঘটনাচক্রে তার খবরের কাগজের জন্য গ্রামের দুর্গাপুজো নিয়ে এক বিশেষ প্রতিবেদন লেখার নির্দেশ আসে বিবেকের কাছে। বন্ধু রজতের গ্রামের বাড়ির পুজোয় যাওয়ার সময় বিবেকের সঙ্গে সত্যিই সেই মেয়েটির দেখা হয় ওই গ্রামেরই কাশবনে। ঠিক স্বপ্নের মতো।
মেয়েটি হঠাৎ কোথাও অদৃশ্য হয়ে যাওয়ায় সেই পথেই বিবেকের সঙ্গে দেখা হয়ে যায় রজতদের বাড়ির পূর্বতন কুলপুরোহিতের সঙ্গে। তার সঙ্গে কথা বলে বিবেক জানতে পারে মেয়েটি ওর একমাত্র ছেলের কন্যা সন্তান। সুতরাং কুলপুরোহিতের নাতনি গৌরী। সেই নাতনী সম্পর্কে বৃদ্ধ যা বলেন তাতে বিবেক অবাক হয়। গল্পের চড়াই-উতরাই মনে করিয়ে দেয় আজও কোথাও সত্যিই মহামায়ার প্রাণপ্রতিষ্ঠা হয়ে আছে।
আরও পড়ুনঃ ম্যাজিক দেখাবেন ডিজাইনার অঙ্কুশ, পাশে আছেন ঐন্দ্রিলা
ছবির পরিচালনায় তানিশা মল্লিক ও চক্রবর্তী। অভিনয়ে তানিশা মল্লিক, চক্রবর্তী এবং বোধিসত্ত্ব মজুমদার। চিত্রগ্রহণে শান্তনু বেজ ও সঞ্জীব দাস। সম্পাদনায় শিবম সামন্ত। কন্ঠ সঙ্গীতে স্বপ্নীল চক্রবর্তী। সঙ্গীত পরিচালনায় রাজদীপ দাস ও চক্রবর্তী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584