নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
রোদ্দুর বিক্রি! সত্যিই অবাক করার মতো বিষয়। সময়ের এই কঠিন মুহূর্তে আরও একটি স্বল্প দৈর্ঘের ছবি মুক্তি পেতে চলেছে ২০ সেপ্টেম্বর। ছবির নাম ‘জেনেসিস’। মুক্তি পাবে আড্ডাটাইমস অ্যাপ-এ।
আড্ডাটাইমস-এর পরিবেশনায় তৈরি নতুন বাংলা ওয়েব ফিল্ম ‘জেনেসিস’ ছবির পরিচালক অভিনব হালদার।
অভিনয়ে অনিন্দ্য ব্যানার্জি, দীপান্বিতা নাথ ও অ্যানি সেন। প্রযোজনায় ‘লা পেলিকুলা মোসান পিকচার্স এবং ম্যাক ফিল্মস’। লাইন প্রযোজক সানি ভর।
ছবিটি নিয়ে পরিচালক জানিয়েছেন- “এক অবাক করা বিষয়বস্তু, যেখানে রোদ্দুর নাকি বিক্রি আছে! ইচ্ছে হলে আপনিও কিনতেই পারেন।”
আরও পড়ুনঃ বিভীষণের স্ত্রী সরমার চরিত্রে সুদীপ্তা চক্রবর্তী
ছবিটির সম্পাদনা করেছেন শিবম সামন্ত, মিউজিক নিয়ে কাজ করেছেন রাজদীপ দাশগুপ্ত। এ ছাড়াও বিভিন্ন সহযোগী ভূমিকায় রয়েছেন অর্ক রায়, দীপান্বিতা চক্রবর্তী, প্রতীক মাইতি, অজ্ঞাত ও অমিত দাশগুপ্ত।
ছবিটি বহু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা পেয়েছে। আর এবার দর্শক দরবারে ২০ সেপ্টেম্বর ছবিটি আসছে ও.টি.টি.-র হাত ধরে। ছবিটি দেখতে ডাউনলোড ও সাবস্ক্রাইব করুন আড্ডাটাইমস অ্যাপ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584