নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
সংসার সুখের হয় রমণীর গুণে। রমণীর গুণের মধ্যে একটি অন্যতম গুণ হল রান্নাবান্না। আর এবার সেই রানাবান্নাকে কেন্দ্রে রেখেই একটি শর্ট ফিল্ম বানিয়ে ফেললেন পরিচালক সত্রাজিৎ সেন। তাও আবার রূপকথার মোড়কে। খাবার এবং রান্নাবান্না কী ভাবে কোনও দম্পতিকে কাছাকাছি আনতে পারে সেটাই দেখানো হবে এই ছবিতে।
এই ছবি কেবলই এই দেশের গল্প বলে না। বলবে লন্ডন, প্যারিস, ভারত, আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডার এক ঝাঁক দম্পতির গল্প। এঁরা কেউই অভিনেতা-অভিনেত্রী নন। বাস্তবেও এঁরা দম্পতি। এই লকডাউনে তাঁদের কী ভাবে কাটছে জীবন, তাঁরা কী খাচ্ছেন, কী রাঁধছেন, আর সেই রান্না এবং খাওয়ার মাধ্যমে কী ভাবে তাঁরা একে অপরের চোখের মণি হয়ে উঠছেন সেই সব নিয়েই এই ছবি।
আরও পড়ুনঃ শব্দ-আলোর বিচ্ছুরণে করোনা যোদ্ধাদের সম্মান জানাল হাওড়া ব্রিজ
ছবির টাইটেল ট্র্যাকটি গেয়েছেন লগ্নজিতা চক্রবর্তী, গান লিখেছেন সম্রাট মুখার্জি। কাহিনি ও চিত্রনাট্যও তাঁরই লেখা। গানের সুর দিয়েছেন দীপ্তার্ক বসু। সম্পাদনায় আদিত্য সেনগুপ্ত। ছবিতে দুটি চরিত্রে অভিনয় করছেন মীর আফসার আলি, ইন্দ্রজিৎ লাহিড়ি। লকডাউনের কারণে নির্মিত সকল নিয়ম এবং সামাজিক দূরত্ব মেনেই এই ছবিটি তৈরি হয়েছে।মীর এখানে কী ভাবে নিজেকে তুলে ধরবেন তা দেখার অপেক্ষা বেশ কিছুদিনের।
সবমিলিয়ে এবার একেবারে অন্য একটা স্বাদ মানুষ পাবেন। রান্নাবান্না আর খাবার- এই নিয়ে কার আগ্রহ নেই বলুন তো? সেখানে যদি একটা শর্ট ফিল্ম তৈরি হয় সেই আগ্রহের রসদ দিয়ে তা হলে তা চেটেপুটে নেবেন না এমন ভাবাটা অমূলক। বাকিটা জানা যাবে ২৫ মে। ওইদিনই ফুডকা’র ইউটিউব প্ল্যাটফর্মে আসবে ‘ট্রাইপড এন্টারটেইনমেন্ট’-এর ব্যানারে ‘অফবিট এসেনসসিয়াল’-এর তরফে আসবে এই স্বল্প সময়ের ছবিটি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584