নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
মানুষ আজ ভীত সন্ত্রস্ত। যেদিন থেকে মানুষ ‘করোনা’র উপসর্গগুলি জেনেছে ঠিক সেদিন থেকেই সে হাঁচি দিলেই ভাবছে- আমারও করোনা হয়নি তো? আমরা কেউই এই ভাবনা থেকে বিরত নেই। আর এই ভাবনাটিকে সম্বল করেই একটি শর্ট ফিল্ম বানিয়েছেন পরিচালক ইন্দ্রনীল ব্যানার্জি।
গল্পের কেন্দ্রে রয়েছে একটি পরিবার। পরিবারের এক সদস্য বাজারে যাওয়ার আগে একটি হাঁচি দিয়ে ফেলে। আর পরিবারের লোকেরা ভয় পেয়ে যায়। মনে করে তার বুঝি করোনা হয়েছে৷ এখানেই ট্যুইস্ট এই ছবির। আর তাই ছবির নামও ‘হ্যাঁচ্চ’। একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দেবপ্রিয়া চক্রবর্তী, রাজীব বিশ্বাস, সুবীর বিশ্বাস, সৌনক রায়, গৌতম চক্রবর্তী, দেবস্মিতা চক্রবর্তী, প্রদীপ মাইতি। ডিপিও সুপারভাইজ করেছেন তুহিন দাশগুপ্ত।
আরও পড়ুনঃ লকডাউনে ঘরবন্দি তারকাদের নতুন নিবেদন ‘সাইলেন্স’
গল্প লিখেছেন ইন্দ্রনীল ব্যানার্জি। পরিচালনাও তাঁরই। প্রযোজনায় ‘ইউনিটি পিকচার্স’। সম্প্রতি সামনে এসেছে ছবির প্রথম অফিসিয়াল পোস্টার। ছবিটির ডিজিটাল রিলিজ আগামী ৩০ এপ্রিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584