মা’দের স্যালুট জানাবে ‘হাউজওয়াইভস’

0
121

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

“মা একদিন অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাক বুঝবি ঠেলা”- কথাটা সব মায়েরাই কখনও না কখনও বলে থাকেন। তখন মুখ ভেংচে আমরাই বলি- “রান্না ছাড়া আর করোটা কী? আমার মতো অফিস যাও রোজ ডেইলি প্যাসেঞ্জারি করে? অফিসের ঝক্কি পোহাতে হয় তোমায়? হাউজ ওয়াইফদের আর ঝামেলা কীসের? অনেকে আবার বলি, আমার মতো পড়ার চাপ আছে তোমার জীবনে?”…

shortfilm | newsfront.co

এসব কথায় মায়েদের মুখ এক সেকেন্ডে বন্ধ হয়। অথচ এই মা একদিন বাড়িতে না থাকলেই খাওয়াদাওয়া, ঘরদোর- সব নিয়ে নাস্তানাবুদ হই আমরা। ঠেলার নাম যে বাবাজি- টের পাই তখনই। এমনই এক বিষয়কে কেন্দ্রে রেখে ‘হাউজওয়াইভস’ নামের একটি শর্ট ফিল্ম বানিয়েছেন পরিচালক অভিনন্দন দত্ত।

গল্পের কেন্দ্রে রয়েছে একটি ছেলে। সে মায়ের চরম অসুস্থতার দিন বাড়ির সব কাজ, রান্নাবান্না সবই করেছে একা হাতে। কাজ করতে গিয়ে তার চোখের জলে নাকে জল এক হওয়ার জোগাড়৷ ছেলেটি সেদিন বোঝে তার কাজের থেকে তার মায়ের সারাদিনের কাজ কোনও অংশে কম নয়। বরং বেশিই। চাকুরিরতরা কাজের জন্য মাইনে পায়। মায়ের কী পায়? শুধু অন্যের ফাই ফরমাস খাটে। কোনও কাজে একটু ভুলচুক হলেই বাক্যবাণ তীরের গতিতে ছুটে আসে তার দিকে। আর আজ? সেটাই দেখবেন দর্শক এই ছবিতে।

আরও পড়ুনঃ গায়িকা যখন নায়িকা

ছেলেটির চরিত্রে অভিনয় করেছেন সুজয় সাহা। সুজয় এর আগে ‘বয়েই গেল’, ‘রুদ্রানী’, ‘জিয়নকাঠি’ ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে। ছবিতে গান নেই। ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা হয়েছে। সম্পাদনায় রূপসা দত্ত।

অভিনন্দনের কথায়- “টুকুর পরেই এ ডি ক্রিয়েশন্স-এর ইউটিউবে নিয়ে আসব ‘হাউজওয়াইভস’। আমার সঙ্গে রয়েছেন স্বরণজিত বিশ্বাস। ওর’ও একটা চ্যানেল রয়েছে। এরপর দুটি চ্যানেল মিলেই পরপর অনেকগুলি শর্টস আনার ইচ্ছে আছে আমাদের।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here