নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
মুক্তি পেল পরিচালক সৌম্যজিত আদকের স্বল্প সময়ের ছবি ‘জয় হিন্দ’। স্বাধীনতা দিবস উপলক্ষে পরিচালকের দেশাত্ববোধক নিবেদন এটি। ছবিটি মুক্তির পরই বেশ সাড়া ফেলেছে দর্শকমহলে। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা দেবপ্রিয় মুখার্জি ও অভিনেত্রী প্রান্তিকা দাস।
ছবির প্রত্যেকটি মোড়ে দেখা গিয়েছে মানুষের জীবনে স্বাধীনতা কতটা গুরুত্বপূর্ণ। ১৫ অগাস্টের দিনে পুরো টিম ফ্ল্যাগ হোস্টিং এর মাধ্যমে রিলিজ করল সিনেমাটি। উপস্থিত ছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ।
অনেক শুভেচ্ছা জানিয়েছেন তিনি পরিচালক সৌম্যজিত আদক ও পুরো টিমকে। ছবিটি প্রযোজনা করেছেন প্রযোজক সতদ্বীপ সাহা। ছবিটি মুক্তি পেয়েছে ‘এসএসআর সিনেমাস প্রাইভেট লিমিটেড’ ও ‘কুইনটেলস এন্টারটেইনমেন্ট’- এর যৌথ প্রযোজনাতে।
আরও পড়ুনঃ আড্ডা টাইমসে আসছে ‘উৎসব এর পরে’
ছবিতে আরো সব চরিত্রে অভিনয় করেছেন সিঞ্জন বসু, প্রীতা মজুমদার, সাহেব হালদার, সাবর্ণ বন্দ্যোপাধ্যায়।ছবির প্রতিটি ছন্দে রয়েছে মনকাড়া দেশাত্ববোধক ব্যাকগ্রাউন্ড মিউজিক। ছবির স্ক্রিপ্ট লিখেছেন নীল নয়াজ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584