জাঙ্গিয়া রহস্যে গোয়েন্দা লোমকেশের লোমহর্ষক অভিযান, যৌনকর্মীদের সাহায্যার্থে নির্মিত শর্ট ফিল্ম

0
585

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

করোনার জেরে আজ কর্মহারা সোনাগাছির প্রায় ১ লক্ষ যৌনকর্মী। দূরত্ব বজায় রাখার জেরে দেখা মিলছে না খদ্দেরের।

Jangiya Rahasya | newsfront.co

তাই হতাশাই আজ সম্বল তাঁদের। ওঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে ‘দুর্বার মহিলা সমন্বয় সমিতি’র নতুন প্রজেক্ট- ‘We Need Your Help’…

Soumendra | newsfront.co
সৌমেন্দ্র

দুর্বারের এই মানবিক উদ্যোগের শরিক হতে চায় ‘রোটার‍্যাক্ট ক্লাব অফ গীতাঞ্জলি কলকাতা’। আর ‘রোটার‍্যাক্ট ক্লাব অফ গীতাঞ্জলি কলকাতা’র পাশে রয়েছে ‘টিভিওয়ালা মিডিয়া’। সেই কারণে একটি শর্ট ফিল্ম’ও বানিয়েছে ‘টিভিওয়ালা মিডিয়া’। তার মাধ্যমেই উঠে আসবে অর্থ।

অভিনেতারা নিজেদের বাড়িতে বসে দিয়েছেন শট। শর্ট ফিল্মটির নাম ‘জাঙ্গিয়া রহস্য’। আর সেই রহস্য উদঘাটন করবে গোয়েন্দা লোমকেশ। গল্পের লেখক ও পরিচালক সৌভিক দাশগুপ্ত।

আরও পড়ুনঃ বন্দিদশায় আলোর গল্প বুনছেন অভিজিৎ নস্কর

Souvik Dasgupta | newsfront.co
সৌভিক দাশগুপ্ত, পরিচালক

গল্পটা এরকম- একজনের কমলা রঙের অন্তর্বাস হারিয়ে গেছে। সে খুঁজছে। যথারীতি পাচ্ছে না কোথাও। এমনি সেমনি অন্তর্বাস নয়, রীতিমতো লাকি ‘আন্ডি’ থুড়ি জাঙ্গিয়া। হারালে চলে! অডিশনে ওটা পরে না গেলে বরাত খুলবে না- এমনটাই মনে করে সেই জাঙ্গিয়ার মালিক। এ ঘর, ও ঘর, সে ঘর কোত্থাও নেই সেই লাকি আন্ডি।

Jeet | newsfront.co
জিৎ

জাঙ্গিয়া মালিকের এক বন্ধু অবশেষে ফোন করে গোয়েন্দা লোমকেশকে, কেসটা হ্যান্ডল করার জন্য। গোয়েন্দা লোমকেশ এরপর কী ভাবে বের করবে সেই জাঙ্গিয়া? কোথায় আছে সেই জাঙ্গিয়া? চুরি গেছে? এই দূরত্বের বাজারে কে কার জাঙ্গিয়া চুরি করবে বলুন তো? কেউ কারো সঙ্গে হাতই মেলাচ্ছে না। চুম্বনেও আছে বাধানিষেধ। আর সেখানে অন্যের জাঙ্গিয়া চুরি! গোয়েন্দা লোমকেশই জানেন কোথায় থাকতে পারে সেই জাঙ্গিয়া।

আরও পড়ুনঃ কমেডির মোড়কে অশান্তির চুড়ান্ত নিউজফ্রন্ট-এ!

Prasun | newsfront.co
প্রসূণ

শেষটা একটু বলে দিই, গোয়েন্দা লোমকেশ খুঁজে দেবে সেই বহু মূল্যবান, লাকি আন্ডি। আর নিজের পারিশ্রমিকের অর্ধাংশ দেবে ‘রোটার‍্যাক্ট ক্লাব অফ গীতাঞ্জলি কলকাতা’কে। এর মাঝে কী ভাবে জাঙ্গিয়াটা পাওয়া গেল সেটা জানতে হলে দেখতে হবে ‘জাঙ্গিয়া রহস্য’।

Indrajit Majumdar | newsfront.co
ইন্দ্রজিৎ মজুমদার
Apratim | newsfront.co
অপ্রতীম

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রজিৎ মজুমদার, অপ্রতীম, সৌমেন্দ্র, জিৎ প্রসূণ। সম্পাদনায় শুভ ভট্টাচার্য। গ্রাফিক্স করেছে ‘ছায়াছবি ডিজাইন স্টুডিও’। এক্সিকিউটিভ প্রোডিউসার সায়ন চক্রবর্তী। পোস্ট কো-অর্ডিনেটর প্রশান্ত দত্ত। ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন বব এস এন। ক্যামেরার কারিকুরিতে কল্যাণ সাহা, শুভঙ্কর দত্ত, মণিকা দে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here